ETV Bharat / state

আমার স্বামীকে চক্রান্ত করে মারা হয়েছে, দাবি নিহত তৃণমূল নেতার স্ত্রী'র - MALDA TMC LEADER MURDER

স্বামীর মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন মালদার নিহত তৃণমূল নেতার স্ত্রী ৷ ঘটনার পিছনে গভীর চক্রান্ত দেখছেন তিনি ৷

MALDA TMC LEADER MURDER
নিহত তৃণমূল নেতার স্ত্রী কী বললেন? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 10:25 AM IST

মালদা, 4 জানুয়ারি: অবশেষে মুখ খুললেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার ৷ স্বামীর নৃশংস মৃত্যুর পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, এক বা দু'জন নয়, এই ঘটনার পিছনে একাধিক মানুষের গভীর চক্রান্ত রয়েছে ৷ এদিকে শুক্রবারই এই খুনের ঘটনায় ধৃত তিন জনকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক পুলিশের আবেদন মেনে নিয়ে তিন দুষ্কৃতীকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি এদিন বলেন, "ঠিক কী ঘটনা ঘটেছে, তা আমি এখনও বুঝে উঠতে পারিনি ৷ কারণ, মানুষটা সবসময় মানুষের মধ্যেই মিশে থাকত ৷ তার আশেপাশে সবসময় লোকজন থাকত ৷ সেই লোকজনের মধ্যে অবশ্য ভালো ও মন্দ মিশে থাকে ৷ অবশ্যই এর পিছনে বড় চক্রান্ত রয়েছে ৷ কিছু মানুষ অবশ্যই চক্রান্ত করেছে ৷ নইলে এই ঘটনা ঘটত না ৷ রাস্তায় কোনও দুর্ঘটনা কিংবা অসুস্থ হয়ে মারা গেলে কিছু বলার ছিল না ৷ কিন্তু যেভাবে একাধিক জন নৃশংসভাবে ওকে গুলি করেছে, তারা নিশ্চয়ই বিশেষ কোনও জায়গা থেকে সেই সাহসটা পেয়েছে ৷"

স্বামীর মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন মালদার নিহত তৃণমূল নেতার স্ত্রী (ইটিভি ভারত)

তাঁর আরও সংযোজন, "একাধিক জন পিছন থেকে তাদের সেই সাহসটা দিয়েছে ৷ এটা এক বা দু'জনের কাজ নয় ৷ একাধিক মানুষের চক্রান্তের শিকার হয়েছে ও ৷ ওরা হয়তো ভেবেছিল, এই মানুষটা থাকলে ওদের সুবিধে হচ্ছে না ৷ সেই জন্য একে সরিয়ে দেওয়া জরুরি ৷ সেকারণেই তারা এই চক্রান্ত করেছে ৷ তবে কে বা কারা এই চক্রান্ত করেছে সেটা আমার জানা নেই ৷ পুলিশ আর মুখ্যমন্ত্রীর উপর আমার বিশ্বাস আছে ৷ পুলিশ নিশ্চয়ই তদন্ত করে চক্রান্তকারীদের খুঁজে বের করবে ৷"

MALDA TMC LEADER MURDER
নিহত তৃণমূল নেতার শোভাযাত্রায় দলীয় কর্মীরা (নিজস্ব ছবি)

ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর চৈতালি আরও বলেন, "দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে আমার কথা হয়েছে ৷ তখনও জানি না, ও কী অবস্থায় রয়েছে ৷ তিনি যা বললেন, আমি শুনলাম ৷ জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে আমার আবেদন, তাঁরা যেন আমাকে সঠিক বিচার দেন ৷ আমার স্বামীকে কিছু করার ব্যাপারে বিহারের লোকের কোনও মতলব থাকতে পারে না ৷ তাদের কেউ নিশ্চয়ই ভাড়া করেছে ৷ নিজেদের আঁতে ঘা-লাগার জন্যই তারা তাদের ভাড়া করেছে ৷ এটা পরিষ্কার ৷ এর আগেও ওর উপর হামলা হয়েছিল ৷ একটি ছেলে কুকর্ম করতে গিয়েছিল ৷ বাধা দেওয়ায় সে হামলা চালায় ৷ সেবার প্রাণে বেঁচে গিয়েছিল ৷ কিন্তু এবার ওকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হয়েছে ৷ এটা মেনে নেওয়া যায় না ৷"

MALDA TMC LEADER MURDER
নিহত তৃণমূল নেতার শোভাযাত্রা (নিজস্ব ছবি)

অন্যদিকে, মালদা জেলা আদালতের সিজেএম কোর্টের সহকারী সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানিয়েছেন, এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারায় খুন ও 61 ধারায় সমাজবিরোধী কাজ করার চক্রান্তের মামলা রুজু করা হয়েছে ৷ একইসঙ্গে অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে ৷ তবে এই ঘটনার মাস্টারমাইন্ডের খোঁজ এখনও পাওয়া যায়নি ৷ এনিয়ে তদন্ত চলছে ৷ ঘটনার পর সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ আপাতত 3 জনকে গ্রেফতার করেছে ৷ তারা আপাতত 14 দিনের পুলিশি হেফাজতে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি ৷"

মালদা, 4 জানুয়ারি: অবশেষে মুখ খুললেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার ৷ স্বামীর নৃশংস মৃত্যুর পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, এক বা দু'জন নয়, এই ঘটনার পিছনে একাধিক মানুষের গভীর চক্রান্ত রয়েছে ৷ এদিকে শুক্রবারই এই খুনের ঘটনায় ধৃত তিন জনকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক পুলিশের আবেদন মেনে নিয়ে তিন দুষ্কৃতীকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি এদিন বলেন, "ঠিক কী ঘটনা ঘটেছে, তা আমি এখনও বুঝে উঠতে পারিনি ৷ কারণ, মানুষটা সবসময় মানুষের মধ্যেই মিশে থাকত ৷ তার আশেপাশে সবসময় লোকজন থাকত ৷ সেই লোকজনের মধ্যে অবশ্য ভালো ও মন্দ মিশে থাকে ৷ অবশ্যই এর পিছনে বড় চক্রান্ত রয়েছে ৷ কিছু মানুষ অবশ্যই চক্রান্ত করেছে ৷ নইলে এই ঘটনা ঘটত না ৷ রাস্তায় কোনও দুর্ঘটনা কিংবা অসুস্থ হয়ে মারা গেলে কিছু বলার ছিল না ৷ কিন্তু যেভাবে একাধিক জন নৃশংসভাবে ওকে গুলি করেছে, তারা নিশ্চয়ই বিশেষ কোনও জায়গা থেকে সেই সাহসটা পেয়েছে ৷"

স্বামীর মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন মালদার নিহত তৃণমূল নেতার স্ত্রী (ইটিভি ভারত)

তাঁর আরও সংযোজন, "একাধিক জন পিছন থেকে তাদের সেই সাহসটা দিয়েছে ৷ এটা এক বা দু'জনের কাজ নয় ৷ একাধিক মানুষের চক্রান্তের শিকার হয়েছে ও ৷ ওরা হয়তো ভেবেছিল, এই মানুষটা থাকলে ওদের সুবিধে হচ্ছে না ৷ সেই জন্য একে সরিয়ে দেওয়া জরুরি ৷ সেকারণেই তারা এই চক্রান্ত করেছে ৷ তবে কে বা কারা এই চক্রান্ত করেছে সেটা আমার জানা নেই ৷ পুলিশ আর মুখ্যমন্ত্রীর উপর আমার বিশ্বাস আছে ৷ পুলিশ নিশ্চয়ই তদন্ত করে চক্রান্তকারীদের খুঁজে বের করবে ৷"

MALDA TMC LEADER MURDER
নিহত তৃণমূল নেতার শোভাযাত্রায় দলীয় কর্মীরা (নিজস্ব ছবি)

ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর চৈতালি আরও বলেন, "দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে আমার কথা হয়েছে ৷ তখনও জানি না, ও কী অবস্থায় রয়েছে ৷ তিনি যা বললেন, আমি শুনলাম ৷ জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে আমার আবেদন, তাঁরা যেন আমাকে সঠিক বিচার দেন ৷ আমার স্বামীকে কিছু করার ব্যাপারে বিহারের লোকের কোনও মতলব থাকতে পারে না ৷ তাদের কেউ নিশ্চয়ই ভাড়া করেছে ৷ নিজেদের আঁতে ঘা-লাগার জন্যই তারা তাদের ভাড়া করেছে ৷ এটা পরিষ্কার ৷ এর আগেও ওর উপর হামলা হয়েছিল ৷ একটি ছেলে কুকর্ম করতে গিয়েছিল ৷ বাধা দেওয়ায় সে হামলা চালায় ৷ সেবার প্রাণে বেঁচে গিয়েছিল ৷ কিন্তু এবার ওকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হয়েছে ৷ এটা মেনে নেওয়া যায় না ৷"

MALDA TMC LEADER MURDER
নিহত তৃণমূল নেতার শোভাযাত্রা (নিজস্ব ছবি)

অন্যদিকে, মালদা জেলা আদালতের সিজেএম কোর্টের সহকারী সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানিয়েছেন, এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারায় খুন ও 61 ধারায় সমাজবিরোধী কাজ করার চক্রান্তের মামলা রুজু করা হয়েছে ৷ একইসঙ্গে অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে ৷ তবে এই ঘটনার মাস্টারমাইন্ডের খোঁজ এখনও পাওয়া যায়নি ৷ এনিয়ে তদন্ত চলছে ৷ ঘটনার পর সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ আপাতত 3 জনকে গ্রেফতার করেছে ৷ তারা আপাতত 14 দিনের পুলিশি হেফাজতে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.