সন্তানকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা মা-হাতির : ভিডিয়ো - death
🎬 Watch Now: Feature Video
মাটিতে পড়ে রয়েছে সন্তান । তাকে ফেলে রেখে যেতে চাইছে না মা হাতি । সে আপ্রাণ চেষ্টা করছে সন্তানকে বাঁচাতে । মায়ের ব্যাকুলতার ভিডিয়ো সামনে এসেছে । ঘটনাস্থান লালগড় ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের অজনাশোল গ্রাম । আজ সকালেই সন্তানের জন্ম দেয় মা হাতিটি । সদ্যোজাত হাতিটি মায়ের সঙ্গে সঙ্গেই যাচ্ছিল । আচমকা সে পড়ে যায় একটি গর্তে । তাতেই মৃত্যু হয় তার । সন্তানের অসাড় মৃতদেহ বারবার নাড়িয়ে দেখার চেষ্টা করে মা হাতিটি । তার শরীরী ভাষায় স্পষ্ট, সন্তানকে নিজের সঙ্গেই নিয়ে যেতে চায় সে । কিন্তু, ব্যর্থ হয় । তবে হাল ছাড়েনি মা হাতি । সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে সন্তানের নিথর দেহের কাছে । এই ছবি তুলতে গেলে রেগে যায় মা হাতি । সে তেড়ে আসে । প্রাণ হারায় এক ব্যক্তি ।