পুলিসকে লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার চার - বোমাবাজি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 11, 2020, 7:47 PM IST

পুলিশকে লক্ষ্য করে দুষ্কৄতীদের গুলি, বোমাবাজি ৷ নরেন্দ্রপুর থানার পিসি পার্টির গাড়িতে ধাক্কা মেরে পুলিশকে মেরে ফেলার চেষ্টা ৷ ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে নরেন্দ্রপুর থানা এলাকার গোপালনগরে ৷ নাকা তল্লাশি চালানোর সময় এই ঘটনা ঘটে ৷ ধাওয়া করে গাড়িটিকে ধরে পুলিশ ৷ তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা ৷ এই ঘটনায় ধৄতরা প্রত্যেকেই কুখ্যাত দুষ্কৄতী ৷ ধৄতেরা হল ছট্টু মন্ডল, সাজ্জাদ খান, মহম্মদ জামসেদ ও শুভেন্দু মন্ডল ৷ প্রত্যেকেই নানা ধরনের চোরাচালান কারবারের সঙ্গে যুক্ত ৷ এদের বিরুদ্ধে হুগলি, ডা্যমন্ডহারবার পুলিশের কাছে একাধিক মামলা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.