massive fire in ECL coal mine: ফের জামুড়িয়ায় ইসিএল-এর পরিত্যক্ত খোলামুখ খনিতে ভয়াবহ আগুন - জামুড়িয়ায় ইসিএল-এর খনিতে আগুন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 26, 2021, 5:08 PM IST

শনিবার মধ্যরাত থেকে জামুড়িয়ার (asansol news) ইসিএল-এর কেন্দা এলাকায় পরিত্যক্ত খোলামুখ কয়লা খনিতে (ECL coal mine) ভয়াবহ আগুন লাগে (massive fire in ECL coal mine)। বন্ধ কয়লা খনি থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া । পরিত্যক্ত কয়লা খনিতে আগুন লাগার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । 2017 সালে খোলামুখ কয়লা খনিতে আগুন লেগেছিল । পাশেই রয়েছে নিকটবর্তী বিদ্যালয়গুলি । কেন্দা গ্রাম রক্ষা কমিটি বারবার পুনর্বাসনের দাবি তোলেন । কিন্তু এখনও মেলেনি পুনর্বাসন, অভিযোগ স্থানীয়দের । যেই সময় ওই পরিত্যক্ত কয়লা খনিতে আগুন লেগেছিল, তখন মাটি, ছাই দিয়ে তা ভরাট করেছিল ইসিএল কর্তৃপক্ষ । কিন্তু গতকাল রাত থেকে ফের ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করে । পরে বেরিয়ে আসে আগুনের লেলিহান শিখা । যদিও আগুন নেভানোর কাজ শুরু করেছে ইসিএল কর্তৃপক্ষ । জেসিবি মেশিন দিয়ে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.