NPR বন্ধের জন্য BJP-বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিচ্ছেন মমতার
🎬 Watch Now: Feature Video
আজ বিধানসভার অধিবেশন কক্ষে CAA, NRC, NPR-র বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ CAA-র বিরুদ্ধে একসঙ্গে সামিল হওয়ার আবেদন জানান তিনি ৷ BJP-বিরোধী রাজ্যগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, "আমি অনুরোধ করব, তারা যাতে NPR-র কাজ না করে ৷ চিঠি দিয়েও আবেদন জানাব আমি ৷"