তিরুপতি, 9 জানুয়ারি: পদপিষ্ট হওয়ার ঘটনার পর তিরুপতিতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । বৃহস্পতিবার পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন অনেক মন্ত্রী এবং স্থানীয় নেতারা ৷ পদপিষ্টের ঘটনাস্থলের আশেপাশের এলাকাগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। নিহতের পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা অন্ধপ্রদেশ সরকারের ৷
ভক্তদের ভিড় বাড়লে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়ে জেলা আধিকারিকদের জিজ্ঞাসা করেন চন্দ্রবাবু । টিটিডি কর্মকর্তাদের দিয়ে কড়া ব্যবস্থা পরীক্ষা করা হয় ৷ তবে এই ঘটনায় চন্দ্রবাবু টিটিডি ইও এবং আধিকারিকদের উপর ক্ষোভপ্রকাশ করেন । তাদের পাশাপাশি ক্ষুব্ধ কালেক্টর ও পুলিশ কর্মকর্তারাও । ভক্তদের ভিড় যখন বাড়ছিল তখন টিটিডি কর্মকর্তারা কী করছিলেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন । অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন । তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্কতা অবলম্বন করতে হবে।
এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু টিটিডি জিইও গৌতমীর উপর ক্ষোভপ্রকাশ করেন । জিইও হিসাবে নিজের দায়িত্ব সম্পর্কে তিনি সচেতন কি না, তা জিজ্ঞাসা করেন। ভক্তদের ভিড় দেখে তারা টিকিট দিতে জানেন না বলেও ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি জিজ্ঞাসা করেন, ভক্তদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে কী করা হয়েছিল এবং পদপিষ্ট পরে কীভাবে ত্রাণ ব্যবস্থা নেওয়া হয়েছিল । মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু জিইওকে জিজ্ঞাসা করেন যে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কর্মীদের আদেশ দিতে পারেন কি না।
নিহতদের 25 লক্ষ টাকা আর্থিক সাহায্য : রাজ্য সরকার তিরুপতিতে পদপিষ্ট ঘটনায় নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে ৷ বৃহস্পতিবার মন্ত্রী ও জেলা কালেক্টরের একটি দল রুয়া হাসপাতালের মর্গে নিহতদের পরিবারের সদস্যদের দেখতে যান । দেহগুলি তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে । মন্ত্রী অঙ্গানি সত্যপ্রসাদ জানান যে, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলার কালেক্টরদের স্পষ্ট নির্দেশ জারি করা হয়েছে ।