ETV Bharat / state

দু'হাজার চিকিৎসকের সঙ্গে প্রথমবার বৈঠকে মুখ্যমন্ত্রী - MAMATA TO MEET DOCTORS

নতুন বছরে প্রথমবার চিকিৎসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে ?

DOCTORS MEETING WITH CM MAMATA
স্টেট গ্রিভেন্স রিড্রেসেলের সাংবাদিক বৈঠক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 10 hours ago

কলকাতা, 9 জানুয়ারি: নতুন বছরে প্রথমবার চিকিৎসকদের সঙ্গে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্টেট গ্রিভেন্স রিড্রেসেলের আয়োজন করা সভাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী । আগামী 24 ফেব্রুয়ারি সকাল 11টা নাগাদ এই সভার আয়োজন করা হয়েছে। সেখানে সিনিয়র, জুনিয়র, সরকারি এবং বেসরকারি সব মিলিয়ে উপস্থিত থাকবেন প্রায় 2 হাজার চিকিৎসক। তবে তাঁরা কোনও চিকিৎসক সংগঠনের ব্যানারে হাজির থাকবেন না এই সভায় । ফলত প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এতজন চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসছেন । যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

বৃহস্পতিবার স্টেট গ্রিভেন্স রিড্রেসেল প্রথম সাংবাদিক বৈঠকের আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক সৌরভ দত্ত, যোগীরাজ রায়, সুনেত্রা কবিরাজ এবং দেবযানী বন্দ্যোপাধ্যায় । এই সভা প্রসঙ্গে স্টেট গ্রিভেন্স রিড্রেসেলের চেয়ারপার্সন সৌরভ দত্ত বলেন, "আমরা একটা চিকিৎসকদের নিয়ে সভা করতে চেয়েছিলাম । সেখানেই মুখ্যমন্ত্রী প্রধান অতিথি ।" আলোচনার থিম, চিকিৎসার আর এক নাম সেবা । তবে কীভাবে আলোচনা হবে, সেটা নিয়ে আলোচনা, অভিযোগ জানানোর বিষয় থাকবে কি না; তা এখনও পর্যন্ত ঠিক নেই।

যদিও আরজি কর আবহের মাঝেই ডায়মন্ড হারবারের চিকিৎসকদের নিয়ে সভা করেছিলেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানে সেবাশ্রী নামে একটি প্রকল্প চালু করার কথাও তিনি বলেন । এবার চিকিৎসকদের সঙ্গে সভা করবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই নিয়ে জল ঘোলা তৈরি হয়েছে । তবে এই প্রসঙ্গে গ্রিভেন্স রিড্রেসেলের চেয়ারপার্সন সৌরভ দত্ত বলেন, "ডায়মন্ড হারবারের সাংসদ । সেখানে উনি ওখানকার চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছিলেন । ওই সভায় একটি প্রকল্প নিয়ে কথা হয় । আমরা সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার । এর সঙ্গে ওই বৈঠকের কোনও মিল নেই ।"

কলকাতা, 9 জানুয়ারি: নতুন বছরে প্রথমবার চিকিৎসকদের সঙ্গে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্টেট গ্রিভেন্স রিড্রেসেলের আয়োজন করা সভাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী । আগামী 24 ফেব্রুয়ারি সকাল 11টা নাগাদ এই সভার আয়োজন করা হয়েছে। সেখানে সিনিয়র, জুনিয়র, সরকারি এবং বেসরকারি সব মিলিয়ে উপস্থিত থাকবেন প্রায় 2 হাজার চিকিৎসক। তবে তাঁরা কোনও চিকিৎসক সংগঠনের ব্যানারে হাজির থাকবেন না এই সভায় । ফলত প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এতজন চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসছেন । যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

বৃহস্পতিবার স্টেট গ্রিভেন্স রিড্রেসেল প্রথম সাংবাদিক বৈঠকের আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক সৌরভ দত্ত, যোগীরাজ রায়, সুনেত্রা কবিরাজ এবং দেবযানী বন্দ্যোপাধ্যায় । এই সভা প্রসঙ্গে স্টেট গ্রিভেন্স রিড্রেসেলের চেয়ারপার্সন সৌরভ দত্ত বলেন, "আমরা একটা চিকিৎসকদের নিয়ে সভা করতে চেয়েছিলাম । সেখানেই মুখ্যমন্ত্রী প্রধান অতিথি ।" আলোচনার থিম, চিকিৎসার আর এক নাম সেবা । তবে কীভাবে আলোচনা হবে, সেটা নিয়ে আলোচনা, অভিযোগ জানানোর বিষয় থাকবে কি না; তা এখনও পর্যন্ত ঠিক নেই।

যদিও আরজি কর আবহের মাঝেই ডায়মন্ড হারবারের চিকিৎসকদের নিয়ে সভা করেছিলেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানে সেবাশ্রী নামে একটি প্রকল্প চালু করার কথাও তিনি বলেন । এবার চিকিৎসকদের সঙ্গে সভা করবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই নিয়ে জল ঘোলা তৈরি হয়েছে । তবে এই প্রসঙ্গে গ্রিভেন্স রিড্রেসেলের চেয়ারপার্সন সৌরভ দত্ত বলেন, "ডায়মন্ড হারবারের সাংসদ । সেখানে উনি ওখানকার চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছিলেন । ওই সভায় একটি প্রকল্প নিয়ে কথা হয় । আমরা সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার । এর সঙ্গে ওই বৈঠকের কোনও মিল নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.