ETV Bharat / technology

মাসিক রিচার্জ মূল্য 250 টাকারও কম, পাওয়া যাচ্ছে প্রতিদিন 1 জিবি ডেটা - JIO VS AIRTEL

মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা Jio এবং Airte গ্রাহকদের জন্য 250 টাকার কমে বেশ কিছু রিচার্জ প্ল্যান এনেছে ৷ ডেটার পাশাপাশি রয়েছে আনলিমিটেড কলিং-এর সুবিধা ৷

RECHARGE PLANS UNDER 250
সস্তার রিচার্জ প্ল্যান (ইটিভি Jio/Airtel)
author img

By ETV Bharat Tech Team

Published : 10 hours ago

হায়দরাবাদ: দেশের বৃহত্তম মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা জিও এবং এয়ারটেল তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে ৷ উভয় কোম্পানি ব্যবহারকারীরা জুলাই 2024-এর বেশি টাকা দিয়ে প্রিপেইড প্ল্যান কিনতে বাধ্য হয়েছেন ৷ এই পরিস্থিতিতে, ব্যবহারকারীদের জন্য তাদের বাজেট অনুযায়ী একটি সস্তা প্রিপেইড প্ল্যানের দিকে ঝুঁকছেন। গ্রাহকদের কথা ভেবে Jio এবং Airtel-এর একটি প্ল্যান রয়েছে, যেগুলি সস্তায় রিচার্জের সুবিধা পাবেন ৷

50MP ক্যামেরা ও নাইট ভিশন মোড, স্মার্টফোনের দাম মাত্র 7 হাজার

এয়ারটেলের সস্তার প্ল্যান

Airtel কোম্পানি 249 টাকার প্রিপেইড প্ল্যানও অফার করে, তবে এর বৈধতা 24 দিন । Jio-র ব্য়বহারকারীরা 249 টাকার প্ল্যানে 28 দিনের বৈধতা পান। Airtel-এর ক্ষেত্রে এই 249 টাকার প্রিপেড প্ল্যানে, দৈনিক 1 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 100টি SMS এর সুবিধা পান। এই প্ল্যানের সাথে, Airtel Extreme অ্যাপের ফ্রি কন্টেন্টও পাওয়া যাবে ৷ তবে প্রিমিয়াম কন্টেন্টের সুবিধা থাকবে না। এই প্ল্যানের সঙ্গে ব্যবহারকারীরা বিনামূল্যে HelloTunes-এর সুবিধাও পাবেন। তবে এয়ারটেলের 249 টাকার প্ল্যানের বৈধতা 24 দিনের ৷

তবে, এয়ারটেলের 28 দিনের প্ল্যানও আছে ৷ তার মূল্য 299 টাকা ৷ 50 টাকার বিনিময়ে প্ল্যানের বৈধতা বাড়তে পারবেন ৷ এক্ষেত্রে প্ল্যানের বৈধতা বাড়লেও অন্যান্য অফার এক থাকবে ৷

Jio-এর সবচেয়ে সস্তা প্ল্যান

Jio-এর 249 টাকার প্রিপেইড প্ল্যান রয়েছে গ্রাহকদের জন্য ৷ এটি কোম্পানির সব থেকে সস্তার রিচার্জ প্ল্যান ৷ এই প্ল্যানের বৈধতা 28 দিন। এই প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন 1GB ডেটা দিচ্ছে সংস্থা । দৈনিক ডেটা শেষ হয়ে গেলে, গ্রাহকরা 64kbps গতিতে ডেটা সুবিধা পান।

এছাড়াও, এই প্ল্যানের সঙ্গে, ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি SMS করতে পারবেন । ব্যবহারকারীরা এই প্ল্যানের সঙ্গে Jio TV, Jio Cinema এবং Jio Cloud-এর সাবস্ক্রিপশনও পাবেন । উল্লেখ্য, Jio Cinema Premium সাবস্ক্রিপশন এই প্ল্যানের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে না।

ভারতের বাজারে এল অত্যাধুনিক SUV, দাম কত জানেন ?

হায়দরাবাদ: দেশের বৃহত্তম মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা জিও এবং এয়ারটেল তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে ৷ উভয় কোম্পানি ব্যবহারকারীরা জুলাই 2024-এর বেশি টাকা দিয়ে প্রিপেইড প্ল্যান কিনতে বাধ্য হয়েছেন ৷ এই পরিস্থিতিতে, ব্যবহারকারীদের জন্য তাদের বাজেট অনুযায়ী একটি সস্তা প্রিপেইড প্ল্যানের দিকে ঝুঁকছেন। গ্রাহকদের কথা ভেবে Jio এবং Airtel-এর একটি প্ল্যান রয়েছে, যেগুলি সস্তায় রিচার্জের সুবিধা পাবেন ৷

50MP ক্যামেরা ও নাইট ভিশন মোড, স্মার্টফোনের দাম মাত্র 7 হাজার

এয়ারটেলের সস্তার প্ল্যান

Airtel কোম্পানি 249 টাকার প্রিপেইড প্ল্যানও অফার করে, তবে এর বৈধতা 24 দিন । Jio-র ব্য়বহারকারীরা 249 টাকার প্ল্যানে 28 দিনের বৈধতা পান। Airtel-এর ক্ষেত্রে এই 249 টাকার প্রিপেড প্ল্যানে, দৈনিক 1 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 100টি SMS এর সুবিধা পান। এই প্ল্যানের সাথে, Airtel Extreme অ্যাপের ফ্রি কন্টেন্টও পাওয়া যাবে ৷ তবে প্রিমিয়াম কন্টেন্টের সুবিধা থাকবে না। এই প্ল্যানের সঙ্গে ব্যবহারকারীরা বিনামূল্যে HelloTunes-এর সুবিধাও পাবেন। তবে এয়ারটেলের 249 টাকার প্ল্যানের বৈধতা 24 দিনের ৷

তবে, এয়ারটেলের 28 দিনের প্ল্যানও আছে ৷ তার মূল্য 299 টাকা ৷ 50 টাকার বিনিময়ে প্ল্যানের বৈধতা বাড়তে পারবেন ৷ এক্ষেত্রে প্ল্যানের বৈধতা বাড়লেও অন্যান্য অফার এক থাকবে ৷

Jio-এর সবচেয়ে সস্তা প্ল্যান

Jio-এর 249 টাকার প্রিপেইড প্ল্যান রয়েছে গ্রাহকদের জন্য ৷ এটি কোম্পানির সব থেকে সস্তার রিচার্জ প্ল্যান ৷ এই প্ল্যানের বৈধতা 28 দিন। এই প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন 1GB ডেটা দিচ্ছে সংস্থা । দৈনিক ডেটা শেষ হয়ে গেলে, গ্রাহকরা 64kbps গতিতে ডেটা সুবিধা পান।

এছাড়াও, এই প্ল্যানের সঙ্গে, ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি SMS করতে পারবেন । ব্যবহারকারীরা এই প্ল্যানের সঙ্গে Jio TV, Jio Cinema এবং Jio Cloud-এর সাবস্ক্রিপশনও পাবেন । উল্লেখ্য, Jio Cinema Premium সাবস্ক্রিপশন এই প্ল্যানের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে না।

ভারতের বাজারে এল অত্যাধুনিক SUV, দাম কত জানেন ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.