ETV Bharat / state

আসানসোলে টাওয়ার বসানোর নামে 24 লক্ষ টাকা প্রতারণা! দুই মহিলা-সহ ধৃত 10 - FRAUDSTERS ARRESTED

টাওয়ার বসানোর নামে আসানসোলে 24 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ৷ পুলিশের জালে 10 অভিযুক্ত ৷

FRAUDSTERS ARRESTED
আসানসোলে টাওয়ার বসানোর নামে 24 লক্ষ টাকা প্রতারণা! দুই মহিলা-সহ ধৃত 10 (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 10 hours ago

আসানসোল, 9 জানুয়ারি: টাওয়ার বসানোর নামে আসানসোল উত্তর থানা এলাকার এক বাসিন্দার কাছ থেকে 24 লক্ষ টাকার বেশি প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ । আসানসোল সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিকরা তদন্তে নেমে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে দশ জনকে গ্রেফতার করেছে ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন । ধৃতদের কাছ থেকে 20টি মোবাইল, দু’টি ল্যাপটপ, একটি ডায়েরি-সহ বিভিন্ন ভুয়ো নথি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ । ধৃতদের বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হয় । তবে আদালত কী নির্দেশ দিয়েছে, তা জানা যায়নি ৷

Fraudsters Arrested
আসানসোলে টাওয়ার বসানোর নামে 24 লক্ষ টাকা প্রতারণা! দুই মহিলা-সহ ধৃত 10 (নিজস্ব ছবি)

2023 সালে আসানসোল উত্তর থানায় ধীরেন মাজি নামে এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন মোবাইল টাওয়ার বসানোর নামে তাঁর কাছ থেকে দফায় দফায় 24 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে । প্রথমে আসানসোল উত্তর থানা এই ঘটনার তদন্ত শুরু করে । পরবর্তীকালে তথ্যপ্রযুক্তি দ্বারা এই ঘটনার তদন্তের কারণে মামলাটিকে আসানসোল সাইবার ক্রাইম থানায় পাঠানো হয় ।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (হেড কোয়ার্টার) অরবিন্দ আনন্দ বলেন, "আসানসোল সাইবার থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন থেকে শুরু করে অন্যান্য নানা প্রযুক্তির মাধ্যমে এই প্রতারক গ্যাংটিকে চিহ্নিত করতে পারে । বুধবার উত্তর 24 পরগনার দমদম, শ্যামনগর, মধ্যমগ্রাম-সহ বিভিন্ন এলাকা থেকে 10 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ । ধৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছে । এই প্রতারক চক্রের মূল চক্রী সন্দীপ বারকেও গ্রেফতার করেছে পুলিশ ।"

Fraudsters Arrested
আসানসোলে টাওয়ার বসানোর নামে 24 লক্ষ টাকা প্রতারণা! দুই মহিলা-সহ ধৃত 10 (নিজস্ব ছবি)

যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও টাকা উদ্ধার হয়নি । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও অন্যান্য চক্রীদেরও ধরতে চাইছে পুলিশ । সেই কারণে শুক্রবার ধৃতদের আসানসোল আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয় । তবে আদালত কী নির্দেশ দিয়েছে, তা জানা যায়নি ৷

অরবিন্দ আনন্দ আরও বলেন, "এই গ্যাংটি মূলত মোবাইলের সিরিয়াল নম্বর ধরে র‍্যান্ডমলি ফোন করতো এবং মানুষজনকে মোটা টাকা ভাড়ায় টাওয়ার বসানো এবং সেই টাওয়ারে একটি চাকরি দেওয়ার প্রলোভন দেখাতো । সেই প্রলোভনে পা দিয়ে মানুষজন এদেরকে টাকা দিতেন এবং এরা সেটা নিয়ে প্রতারণা করতো ।"

Fraudsters Arrested
আসানসোলে টাওয়ার বসানোর নামে 24 লক্ষ টাকা প্রতারণা! দুই মহিলা-সহ ধৃত 10 (নিজস্ব ছবি)

মোবাইল টাওয়ার বসানো নিয়ে দীর্ঘদিন ধরেই টাকা প্রতারণা করার অভিযোগ উঠছিল বিভিন্ন এলাকা থেকে । এই চক্র পুলিশের হাতে আসার পর পুলিশ এটাকে বড় ধরনের সাফল্য মনে করছে এবং এই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে বলে দাবি করেছে পুলিশ ।

আসানসোল, 9 জানুয়ারি: টাওয়ার বসানোর নামে আসানসোল উত্তর থানা এলাকার এক বাসিন্দার কাছ থেকে 24 লক্ষ টাকার বেশি প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ । আসানসোল সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিকরা তদন্তে নেমে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে দশ জনকে গ্রেফতার করেছে ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন । ধৃতদের কাছ থেকে 20টি মোবাইল, দু’টি ল্যাপটপ, একটি ডায়েরি-সহ বিভিন্ন ভুয়ো নথি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ । ধৃতদের বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হয় । তবে আদালত কী নির্দেশ দিয়েছে, তা জানা যায়নি ৷

Fraudsters Arrested
আসানসোলে টাওয়ার বসানোর নামে 24 লক্ষ টাকা প্রতারণা! দুই মহিলা-সহ ধৃত 10 (নিজস্ব ছবি)

2023 সালে আসানসোল উত্তর থানায় ধীরেন মাজি নামে এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন মোবাইল টাওয়ার বসানোর নামে তাঁর কাছ থেকে দফায় দফায় 24 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে । প্রথমে আসানসোল উত্তর থানা এই ঘটনার তদন্ত শুরু করে । পরবর্তীকালে তথ্যপ্রযুক্তি দ্বারা এই ঘটনার তদন্তের কারণে মামলাটিকে আসানসোল সাইবার ক্রাইম থানায় পাঠানো হয় ।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (হেড কোয়ার্টার) অরবিন্দ আনন্দ বলেন, "আসানসোল সাইবার থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন থেকে শুরু করে অন্যান্য নানা প্রযুক্তির মাধ্যমে এই প্রতারক গ্যাংটিকে চিহ্নিত করতে পারে । বুধবার উত্তর 24 পরগনার দমদম, শ্যামনগর, মধ্যমগ্রাম-সহ বিভিন্ন এলাকা থেকে 10 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ । ধৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছে । এই প্রতারক চক্রের মূল চক্রী সন্দীপ বারকেও গ্রেফতার করেছে পুলিশ ।"

Fraudsters Arrested
আসানসোলে টাওয়ার বসানোর নামে 24 লক্ষ টাকা প্রতারণা! দুই মহিলা-সহ ধৃত 10 (নিজস্ব ছবি)

যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও টাকা উদ্ধার হয়নি । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও অন্যান্য চক্রীদেরও ধরতে চাইছে পুলিশ । সেই কারণে শুক্রবার ধৃতদের আসানসোল আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয় । তবে আদালত কী নির্দেশ দিয়েছে, তা জানা যায়নি ৷

অরবিন্দ আনন্দ আরও বলেন, "এই গ্যাংটি মূলত মোবাইলের সিরিয়াল নম্বর ধরে র‍্যান্ডমলি ফোন করতো এবং মানুষজনকে মোটা টাকা ভাড়ায় টাওয়ার বসানো এবং সেই টাওয়ারে একটি চাকরি দেওয়ার প্রলোভন দেখাতো । সেই প্রলোভনে পা দিয়ে মানুষজন এদেরকে টাকা দিতেন এবং এরা সেটা নিয়ে প্রতারণা করতো ।"

Fraudsters Arrested
আসানসোলে টাওয়ার বসানোর নামে 24 লক্ষ টাকা প্রতারণা! দুই মহিলা-সহ ধৃত 10 (নিজস্ব ছবি)

মোবাইল টাওয়ার বসানো নিয়ে দীর্ঘদিন ধরেই টাকা প্রতারণা করার অভিযোগ উঠছিল বিভিন্ন এলাকা থেকে । এই চক্র পুলিশের হাতে আসার পর পুলিশ এটাকে বড় ধরনের সাফল্য মনে করছে এবং এই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে বলে দাবি করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.