শুধু ভাষণই দেয়, টিকা দেয় না ; কেন্দ্রকে তোপ মমতার - কেন্দ্রকে তোপ মমতার
🎬 Watch Now: Feature Video
সাংবাদিক বৈঠকে টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, বিহারের নির্বাচনের আগেও কেন্দ্রীয় সরকার বলেছিল, সকলের টিকাকরণ হয়ে যাবে ৷ কিন্তু নির্বাচন হয়ে গিয়েছে তাও কিছুই হয়নি ৷ ওরা এমনিই অর্থহীন কোনও কথা বলে দেয় ৷ তিনি বলেন, কেন্দ্রের কথাগুলি ভাষণের জন্য ভাল ৷ মানুষের মধ্যে সাময়িক উৎসাহ জোগাতে এধরনের কথা তারা বলে থাকে ৷ টিকাকরণ করতে যথেষ্ট সময় লাগে, এবং তা একটি নির্দিষ্ট সূচিতে করা হয় ৷ এরপর তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, কেন্দ্র খালি বড় বড় কথা ৷ অথচ রাজ্যকে টিকা দিতে চায় না ৷ এরপরই ওড়িশা, দিল্লি, কেরালা, বাংলা সহ গোটা দেশে বিনামূল্যে টিকা দেওয়ার বিষয়টি কেন্দ্রকে সুনিশ্চিত করার কথা বলেন মুখ্যমন্ত্রী ৷