বনধের চেহারা শিলিগুড়িতে - janta curfew
🎬 Watch Now: Feature Video
প্রধানমন্ত্রীর আহ্বানে সকাল থেকে শিলিগুড়িতেও চলছে জনতা কারফিউ ৷ শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দেখা যাচ্ছে না মানুষজনকে । বনধের চেহারা নিয়েছে শহর৷ স্বেচ্ছায় গৃহবন্দী বাসিন্দারা৷ রাস্তায় নামেনি বেসরকারি গাড়ি৷ বন্ধ রয়েছে দোকানপাট, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান । চা বাগানগুলিতে কাজ করছেন না শ্রমিকরা । সামান্য কিছু সরকারি বাস পথে নামলেও তাতে যাত্রী নেই ।