প্রথা ও নিয়ম মেনে ইসকনে জগন্নাথের স্নানযাত্রা - snan yatra
🎬 Watch Now: Feature Video
রীতি ও প্রথা অনুযায়ী নদিয়ার মায়াপুর ইসকন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল জগন্নাথের স্নান যাত্রা উৎসব । স্নান যাত্রা উপলক্ষে সকাল থেকেই ইসকন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল নামে । করোনা পরিস্থিতিতে সমস্ত সরকারি বিধি মেনেই সম্পন্ন হল জগন্নাথের স্নান যাত্রা উৎসব । সকাল থেকেই রাজাপুর জগন্নাথ মন্দিরে ভক্তরা গঙ্গাজল বিভিন্ন রকমের ফলের রস দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নান করানোর প্রক্রিয়া সম্পন্ন করেন । কথিত আছে এদিন স্নানের পরই প্রচণ্ড জ্বরে পড়েন জগন্নাথ দেব । মন্দিরের এক সেবায়িত জানান, স্নানের পর পুনরায় রথের দিন রাজবেশে রাজরথে করে ভক্তদের মাঝে অবতীর্ণ হবেন জগন্নাথ দেব ।