ভোট যারা দেয়নি তাদেরও শুভেচ্ছাবার্তা শতাব্দীর - tmc
🎬 Watch Now: Feature Video
বীরভূম, 24 মে : জয়ের পর বীরভূম লোকসভা কেন্দ্রের ভোটারদের অভিনন্দন জানালেন তৃণমূলের জয়ী প্রার্থী শতাব্দী রায় । বললেন, "যারা ভোট দিয়েছেন ও দেননি, তাদের সবাইকে শুভেচ্ছা ।" নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP-র দুধকুমার মণ্ডলকে হারিয়ে জয়ের হ্যাট্রিক করলেন শতাব্দী । ফলাফলের ক্রেডিট দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিয়ে বললেন, "কেষ্টদা সংগঠনকে চালনা করেন । কর্মীরা ভালবাসার সাথে লড়েছে । তাই এই জয় ।"