মানুষের পাশে সরকারি ইঞ্জিনিয়াররা, দান কোভিড সরঞ্জাম - আসানসোল
🎬 Watch Now: Feature Video
কয়েকদিন আগেই আসানসোলে দুটি সেফ হোমের উদ্বোধন করেছেন মন্ত্রী মলয় ঘটক । এ বার সেই সেফ হোমগুলির জন্য সরকারি দফতরের ইঞ্জিনিয়াদের সংগঠন (SDEA) নানা কোভিড সরঞ্জাম তুলে দিল । আজ মন্ত্রী মলয় ঘটকের হাতে সরকারি ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে 5টি অক্সিজেন সিলিন্ডার, 10টি অক্সিমিটার, 200 পিপিই কিট, 500 গ্লাভস এবং 2000 মাস্ক তুলে দেওয়া হয় । মলয় ঘটক জানান, "যে ভাবে রাজ্য সরকার করোনার সঙ্গে লড়াই করছে, মানুষ রাজ্যের পাশে এসে দাঁড়াচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি এই যুদ্ধে জয়ী হব ।"