রিষড়ার পরিত্যক্ত কারখানায় আগুন, পরে নিয়ন্ত্রণে - fire
🎬 Watch Now: Feature Video
রিষড়ায় স্টেশন সংলগ্ন পরিত্যক্ত কারখানায় আগুন। গতরাতে অব্যবহৃত প্লাস্টিকের স্তুপে আগুন লেগে যায়। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, বজ্রপাতের কারণে এই লাগুন লেগেছে। হতাহতের কোনও খবর নেই।