টিটাগড়ে জুটমিলের গোডাউনে আগুন - জুটমিলে আগুন
🎬 Watch Now: Feature Video
টিটাগড়ে এক জুটমিলের গোডাউনে আগুন লাগে । গতরাতে ঘটনাটি ঘটে । ঘটনাস্থানে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছায় । ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । হতাহতের কোনও খবর মেলেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অস্পষ্ট । দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিটের জেরে এই দুর্ঘটনাটি ঘটেছে । ঘটনাস্থান পরিদর্শনে যান টিটাগড় পৌরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরি । তিনি বলেন, "এরকমভাবে শর্ট সার্কিট থেকে আগুন নাও লাগতে পারে । পর পর দু'বার এই দুর্ঘটনা ঘটল । এটা উদ্দেশ্যপ্রণোদিত কি না সেটা দেখতে পুলিশি তদন্ত শুরু হবে ।" তবে এবিষয়ে জুটমিলের কর্তৃপক্ষ মুখ খুলতে চাননি ।