হাওড়ায় কোরোনা ভ্যাকসিনের ড্রাই রান শুরু - dry run of covid vaccine
🎬 Watch Now: Feature Video
হাওড়া জেলায় শুরু হল কোভিড ভ্যাকসিনের ড্রাই রান । অগ্রাধিকারের ভিত্তিতে স্বাস্থ্যকর্মীদের বেছে নেওয়া হয়েছে । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, হাওড়া সদর জেলা হাসপাতাল, কেএইচ 6 স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীণ হাওড়ার রঘুদেববাটিতে এই ট্রায়াল চলবে ।