আগে নিজের আসন বাঁচান, পরে শুভ্রাংশুকে সরাবেন ; জ্যোতিপ্রিয়কে বার্তা দিলীপের - narayangarh
🎬 Watch Now: Feature Video
লোকসভা নির্বাচনে জয়লাভ করার পর আজ নারায়ণগড়ে বিজয় মিছিল করে BJP । সেই মিছিলে ছিলেন জয়ী সাংসদ দিলীপ ঘোষও । সাংবাদিকরা দিলীপবাবুকে একাধিক বিষয়ে প্রশ্ন করেন । "উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক শুভ্রাংশুকে বাচ্চা ছেলে বলে কটাক্ষ করেছেন । কী বলবেন ? " এই প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, "আগে জ্যোতিপ্রিয় মল্লিক নিজের আসন রাখুন । মন্ত্রিত্ব যাবে, জেলা সভাপতির পদও যাবে । দু'টো আমরা জিতেছি ওই জেলাতে ।"