কলকাতা, 01 জানুয়ারি: নতুন বছরে নিজের পুরনো ঠিকানায় বাঘিনী জিনাত ৷ সদ্য অতীত হওয়া বছর 2024-এর শেষ দিনে জিনাতকে খেতে দেওয়া হয়েছিল মহিষ, ছাগল বা মুরগির মাংস ৷ কিন্তু, কোনওটাই মুখে তোলেনি আলিপুর চিড়িয়াখানার এই ভিভিআইপি অতিথি । চিড়িয়াখানার পশু হাসপাতালে শুধুমাত্র ওআরএসের জল পান করেছে সে । যদিও তাতে কোনও সমস্যা দেখছেন না তার সেবায় নিয়োজিত চিকিৎসকরা-বনদফতরের আধিকারিকরা ।
গত কয়েকদিন রাজ্যের কয়েকটি জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় জিনাত মুরগি, ছাগল-সহ একাধিক প্রাণী নিজে মেরে খেয়েছে অনুমান বনদফতরের। ফলে, তার খাবার না খাওয়াটা স্বাভাবিক বলেই জানিয়েছেন বনদফতরের একাধিক কর্তা । প্রথমদিন খাঁচায় ছাড়া না হলেও মঙ্গলবার কলকাতার আলিপুর চিড়িখানার পশু চিকিৎসা হাসপাতালের খাঁচায় ছাড়া হয় জিনাতকে ।
অন্যদিকে, জিনাতকে ওড়িশার সিমলিপালে ফেরত পাঠানো নিয়ে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন বনদফতরের কর্তারা । রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় ইটিভি ভারতকে জিনাতের সিমলিপালে ফেরত যাওয়ার বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় বলেন, "পেপার ওয়ার্ক চলছে । কমপ্লিট হলেই জিনাতকে ফেরত পাঠানো হবে ।"
বন দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই ওড়িশার সিমলিপালের দিকে রওনা দেয় বাঘিনী জিনাত । গ্রিন করিডর করে তাকে নিয়ে যাওয়া হয়েছে । বুধবারই জিনাত সিমলিপালে পৌঁছবে বলে সূত্রের দাবি । রাজ্যের বনদফতরের দীর্ঘ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে । সিমলিপালে পৌঁছনোর পর কয়েকদিন পর্যবেক্ষণে রেখে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জিনাতকে ।
তবে, 20 ডিসেম্বরের পর থেকে 29 তারিখ পর্যন্ত জিনাত যে ভাবে বনকর্মী-কর্তাদের নাকানি চোবানি খাইয়েছে তা মনে রাখার মতোই ঘটনা । সূত্রের খবর, তাকে পাকড়াও করতে কয়েকটি জেলা মিলিয়ে প্রায় 200 জন কর্মী আধিকারিক কাজ করেছেন । প্রায় 35 লাখ টাকা খরচ হয়েছে । তার পরেও জিনাত সুস্থভাবে জঙ্গলে নিজের জগতে ফিরে যাক, এটাই চাইছেন রাজ্যের -বনদফতরের কর্মী-কর্তারা।