ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্য়াচের টিকিট বিক্রি শুরু, জেনে নিন দাম কত ও মিলবে কীভাবে? - CHAMPIONS TROPHY TICKETS ON SALE

অনলাইনে ভারতের ম্য়াচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল সোমবার বিকেলে ৷ রইল লিঙ্ক ৷ জেনে নিন টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য ৷

ICC CHAMPIONS TROPHY
চ্যাম্পিয়ন্স ট্রফি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 3, 2025, 5:33 PM IST

হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এখনও বাকি দু'সপ্তাহের সামান্য বেশি সময় ৷ আর প্রতিযোগিতায় ভারতীয় দল তাঁদের প্রথম ম্য়াচটি খেলবে ঠিক সতেরো দিনের মাথায় ৷ 20 ফেব্রুয়ারি রোহিত শর্মা অ্য়ান্ড কোম্পানি প্রথম ম্য়াচটি খেলবে বাংলাদেশের বিরুদ্ধে ৷ যার টিকিট বিক্রি শুরু হল সোমবার থেকেই ৷

তবে শুধুমাত্র বাংলাদেশ ম্য়াচই নয়, দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলা গ্রুপ পর্বে ভারতের সব ম্যাচের টিকিটই মিলবে আজ থেকে ৷ যার মধ্যে রয়েছে 23 ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান মহারণও ৷ গ্রুপ পর্বে ভারতের তিন ম্য়াচ ছাড়াও প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল ম্যাচের টিকিট বিক্রিও চালু হয়ে গেল সোমবার থেকেই ৷ সেটিও হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৷ 2 মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া ৷ টিকিট বিক্রির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি আইসিসি'র তরফে ৷ টিকিট পেতে ক্লিক করুন এখানে ...

টিকিটের দাম কত: সোমবার বিকেল 4টের সময় অনলাইনে শুরু হল ভারতের ম্য়াচের টিকিট বিক্রি ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্য়াচগুলি দেখতে অনুরাগীদের অনলাইনেই টিকিট কাটতে হবে ৷ যেখানে সাধারণ স্ট্যান্ডের টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছে 125 ডারহাম ৷ ভারতীয় মুদ্রায় যা 2966 টাকার মত ৷

আইসিসি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে যে, গত মঙ্গলবার করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হতে চলা 10টি ম্যাচের যে অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছিল; সেই ম্য়াচগুলির অফলাইন টিকিটও সোমবার বিকেল 4টে থেকে মিলবে ৷ অনুরাগীরা সশরীরে গিয়ে পাকিস্তানের 26টি শহরের 108টি টিসিএস সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন ৷

আইসিসি'র তরফে ফাইনালের টিকিট বিক্রি শুরুরও আপডেট দেওয়া হয়েছে ৷ বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি জানিয়েছে, 4 মার্চ দুবাইয়ে প্রথম সেমিফাইনাল শেষ হওয়ার পর ফাইনালের টিকিট ছাড়া হবে ৷ 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 9 মার্চ ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এখনও বাকি দু'সপ্তাহের সামান্য বেশি সময় ৷ আর প্রতিযোগিতায় ভারতীয় দল তাঁদের প্রথম ম্য়াচটি খেলবে ঠিক সতেরো দিনের মাথায় ৷ 20 ফেব্রুয়ারি রোহিত শর্মা অ্য়ান্ড কোম্পানি প্রথম ম্য়াচটি খেলবে বাংলাদেশের বিরুদ্ধে ৷ যার টিকিট বিক্রি শুরু হল সোমবার থেকেই ৷

তবে শুধুমাত্র বাংলাদেশ ম্য়াচই নয়, দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলা গ্রুপ পর্বে ভারতের সব ম্যাচের টিকিটই মিলবে আজ থেকে ৷ যার মধ্যে রয়েছে 23 ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান মহারণও ৷ গ্রুপ পর্বে ভারতের তিন ম্য়াচ ছাড়াও প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল ম্যাচের টিকিট বিক্রিও চালু হয়ে গেল সোমবার থেকেই ৷ সেটিও হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৷ 2 মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া ৷ টিকিট বিক্রির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি আইসিসি'র তরফে ৷ টিকিট পেতে ক্লিক করুন এখানে ...

টিকিটের দাম কত: সোমবার বিকেল 4টের সময় অনলাইনে শুরু হল ভারতের ম্য়াচের টিকিট বিক্রি ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্য়াচগুলি দেখতে অনুরাগীদের অনলাইনেই টিকিট কাটতে হবে ৷ যেখানে সাধারণ স্ট্যান্ডের টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছে 125 ডারহাম ৷ ভারতীয় মুদ্রায় যা 2966 টাকার মত ৷

আইসিসি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে যে, গত মঙ্গলবার করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হতে চলা 10টি ম্যাচের যে অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছিল; সেই ম্য়াচগুলির অফলাইন টিকিটও সোমবার বিকেল 4টে থেকে মিলবে ৷ অনুরাগীরা সশরীরে গিয়ে পাকিস্তানের 26টি শহরের 108টি টিসিএস সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন ৷

আইসিসি'র তরফে ফাইনালের টিকিট বিক্রি শুরুরও আপডেট দেওয়া হয়েছে ৷ বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি জানিয়েছে, 4 মার্চ দুবাইয়ে প্রথম সেমিফাইনাল শেষ হওয়ার পর ফাইনালের টিকিট ছাড়া হবে ৷ 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 9 মার্চ ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.