Dilip Ghosh : বহরমপুরে পা দিয়েই অধীরকে কটাক্ষ দিলীপের - দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
অধীরের গড়ে দাঁড়িয়ে তাঁকেই কটাক্ষ করলেন বিজেপির অন্যতম জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর ইঙ্গিত, অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) কংগ্রেস ছেড়ে অন্য দলে যাওয়ার চেষ্টা করছেন ৷ কিন্তু, সেটা ভাল সিদ্ধান্ত হবে না বলেই মনে করেন দিলীপ ৷ তাঁর বার্তা, কংগ্রেস যদি ‘ডুবন্ত’ জাহাজ হয়, তাহলে তৃণমূল কংগ্রেসও ‘ফুটো’ হওয়া নৌকা ৷ অর্থাৎ অধীররঞ্জন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার চেষ্টা করছেন বলেই মত দিলীপের ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার বহরমপুরে পৌঁছন দিলীপ ৷ স্টেশনের বাইরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীরের পাশাপাশি তৃণমূলেরও সমালোচনা করেন তিনি ৷