''মুখ্যমন্ত্রী এমন ভাব করেন, বাংলার দুর্গাপুজো উনিই শুরু করেছেন'' - দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
গড়বেতায় পুজো উদ্বোধনে এসেও রাজনীতি পিছু ছাড়ল না BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷ তৃণমূলের সঙ্গে পুজো নিয়ে কি টক্কর রয়েছে, সেই প্রসঙ্গে তিনি বললেন, ''মানুষ পুজো উদ্বোধনে ডাকছে, তাই আসছি ৷ তবে তৃণমূল এমন করে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন ভাব করেন, যেন বাংলার দুর্গাপুজো উনিই শুরু করেছেন৷'' জেলার নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে পুজো উদ্বোধন নিয়ে টক্কর প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ৷ দেখুন ভিডিয়ো...