লকডাউনে জনশূন্য ধর্মতলা চত্বর - লকডাউনের দ্বিতীয় দিন
🎬 Watch Now: Feature Video
সপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে জনশূন্য ধর্মতলা চত্বর । রাস্তায় লোকজন নেই। যানবাহনও চলছে না । যেন থম মেরে বসে আছে গোটা এলাকা ৷ বন্ধ রয়েছে সমস্ত অফিস, দোকানপাট। ধর্মতলার রাস্তার মোড় গার্ডরেল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে । চলছে পুলিশের নাকা চেকিং ৷ রাস্তায় কেউ বের হলেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে ৷ দেখাতে হচ্ছে প্রয়োজনীয় নথি ।
Last Updated : Jul 25, 2020, 3:58 PM IST