Ashok Bhattacharya on KMC Election 2021 : ভোট-সন্ত্রাসে বিপ্লব-মমতার কোনও পার্থক্য নেই, কটাক্ষ অশোকের - CPIM Agitation at Siliguri today
🎬 Watch Now: Feature Video
"ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনও পার্থক্য নেই । ত্রিপুরাতে নির্বাচনে বিজেপি ভোট লুঠ করেছে আর এখানেও কলকাতা পৌরসভার নির্বাচনের নামে প্রহসন ও ভোট লুঠ হয়েছে ।" সোমবার কলকাতা পৌরসভার নির্বাচনে ভোট লুঠ এবং প্রহসনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে একথা বলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য (cpim leader ashoke bhattacharjee slams mamata banerjee biplab deb on vote rigging issue) । এদিন বিকেলে দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল দার্জিলিং জেলা বামফ্রন্ট (CPIM Agitation at Siliguri today) । মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃত্ব ।