আসানসোল, 30 ডিসেম্বর: ছুটি বাদ পড়ল নেতাজির জন্মদিনে। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় নতুন বছরে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নেতাজির জন্মজয়ন্তীর ছুটি দেওয়া হয়নি। যার জেরে ক্ষোভে ফুঁসছে শ্রমিক মহল। শেষ পর্যন্ত ছুটি না থাকলে ওই দিন কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখানো হবে বলে শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন।
দেশবন্ধুর নামাঙ্কিত চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসে নতুন বছরে ছুটির তালিকা দেওয়া হয়েছে। তাতে 23 জানুয়ারি নেতাজির জন্মদিনের দিন ছুটি দেওয়া হয়নি। আর তা নিয়ে ক্ষোভ বেড়েছে শ্রমিক মহলে। শ্রমিক নেতারা জানিয়েছেন, আগে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় নেতাজির জন্মদিনে ছুটি দেওয়া হত। কিন্তু কয়েক বছর ধরে সেই ছুটি বাতিল করা হচ্ছে। এর আগেও বিষয়টি নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা গিয়েছে। তখন নাকি কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীকালে এই ছুটি মঞ্জুর করা হবে।
কিন্তু এবারের তালিকা থেকেও ওই ছুটি বাদ পড়েছে। আর তারপরই ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারখানার শ্রমিক ইউনিয়নের নেতা নেপাল চক্রবর্তী ইটিভি ভারতকে ফোনে জানান, "এটা বাংলার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি অপমান। আমরা এটা মেনে নেব না। একই ঘটনা তাঁরা করে চলেছেন। ইতিমধ্যেই আমরা জিএমকে চিঠি দিয়ে দাবি জানিয়েছি-ওই দিন ছুটি মঞ্জুর করার জন্য। যদি না-করা হয়, আমরা 23 জানুয়ারি সবাই কালো ব্যাচ পরে কাজে যোগ দেব এবং বিক্ষোভ দেখাব।"
শ্রমিক ইউনিয়নের আরেক নেতা ইন্দ্রজিৎ সিং সংবাদ মাধ্যমকে বলেন, "এই সিদ্ধান্ত বাঙালিদের জন্য অপমানজনক। নেতাজির জন্মদিনে ছুটি দেওয়ার আমরা দাবি জানিয়েছি। নইলে জোরদার আন্দোলন হবে।" বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নয় চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসের জনসংযোগ বিভাগ। তাদের বক্তব্য, এই সিদ্ধান্ত রেল বোর্ডের।