দুর্গাপুর, 30 ডিসেম্বর: ছিনতাই করতে জড়ো হয়েছিল চার দুষ্কৃতী ৷ গ্রেফতার করল পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে 20 লক্ষ টাকা ৷ মিলেছে একটি গাড়িও। পাশাপাশি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হাতুড়ি থেকে শুরু করে লোহার সরঞ্জাম-সহ একাধিক সামগ্রীও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের পাশে রাস্তায় একটি চার চাকার গাড়ি দাঁড়িয়েছিল। পুলিশের সন্দেহ হয় দুষ্কৃতীরা গাড়ি নিয়ে ছিনতাই করতে যাবে। এরপরই গাড়ির ভিতরে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় নগদ 20 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয় চারটি মোবাইল ফোন-সহ বেশ কিছু চুরি করার সামগ্রী। সেখানেই তাদের গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতীরা হল-বীরভূমের নলহাটি থানার সাগর যাদব, অন্ডাল থানার কাজোরা কোলিয়ারি এলাকার রাকেশ কুমার নুনিয়া, প্রিন্স বিশ্বকর্মা ও অবিনাশ কুমার নুনিয়া।
ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (অন্ডাল) পিন্টু সাহা বলেন, "ছিনতাইয়ের উদ্দেশে বিমানবন্দরের সামনে একটি বিলাসবহুল গাড়ি নিয়ে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। অন্ডাল থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। গাড়ি থেকে 20 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সামগ্রীও উদ্ধার হয়েছে। এত টাকা কোথা থেকে এলো ধৃতদের কাছে পুলিশি হেফাজতে নিয়ে তার তদন্ত চালানো হবে।"
অন্যদিকে, অভিযুক্তকে ধরতে গিয়ে হরিয়ানায় আক্রান্ত পশ্চিমবঙ্গ পুলিশ ৷ পুলিশের উপর স্থানীয়রা চড়াও হয় বলে অভিযোগ ৷ প্রায় 20 মিনিট ধরে এলাকাবাসীর সঙ্গে চলে ধস্তাধস্তি ৷ সেই সুযোগে এলাকা ছেড়ে পালিয়ে যান ওই অভিযুক্ত ৷