ডেপুটেশন ঘিরে মালদায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় কংগ্রেস - মালদা জেলা প্রশাসনিকভবন চত্বরে পুলিশের সঙ্গে বাদবিতণ্ডায় কংগ্রেস
🎬 Watch Now: Feature Video
কৃষি আইন প্রত্যাহার সহ চিটফান্ড কান্ডে প্রতারিতদের টাকা ফেরতের দাবিতে কংগ্রেসের ডেপুটেশনকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে ৷ দুপুরে কংগ্রেসের একটি মিছিল মালদা শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয় ৷ মিছিলে পা মেলান সুজাপুরের বিধায়ক ইশা খান চৌধুরি, মানিকচকের বিধায়ক মোত্তাকিন আলম, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম, চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব সহ অন্যান্য কর্মীরা৷ মিছিল প্রশাসনিক ভবন চত্বরে পৌঁছাতেই মাইক বন্ধ করার নির্দেশ দেন ইংরেজবাজার থানার আইসি ৷ সেই সময় এবিভিপির পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি চলছিল ৷ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কংগ্রেস নেতৃত্ব ডেপুটেশন দিতে যান ৷ ডেপুটেশনের সময় জেলাশাসক না থাকায় ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা ৷ ঘটনার খবর পেয়ে জেলাশাসক দপ্তরে ছুটে এসে ডেপুটেশন জমা নেন ৷