ETV Bharat / state

বেলপাহাড়িতে বাঘ ! নিশ্চিত করল বনদফতর, বসল এআই ট্র্যাপ ক্যামেরা - ROYAL BENGAL TIGER IN JHARGRAM

কিছুদিন আগে সিমলিপালের জিনাতকে ধরতে নাস্তানাবুদ হয়ে গিয়েছিলেন বনকর্মীরা ৷ সেই রেশ কাটতে না কাটতেই ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক !

ROYAL BENGAL TIGER IN JHARGRAM
বেলপাহাড়িতে বাঘ —প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2025, 8:06 AM IST

ঝাড়গ্রাম, 13 জানুয়ারি: বাঘিনী জিনাতের পর এবার বেলপাহাড়িতে ঢুকে পড়ল বাঘ । রবিবার দিনভর পরীক্ষা-নিরিক্ষা করার পর সোমবার সন্ধ্যায় এমনটাই নিশ্চিত করল বনদফতর । ইতিমধ্যেই বাঘটিকে ধরতে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা ৷ সেই সঙ্গে, এআই ক্যামেরার সাহায্যে কড়া নজরদারি চালাচ্ছে বনদফতর ।

রবিবার সকালে বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের মনিয়ার্ডি ও চিটামাটি গ্রামের মধ্যবর্তী জঙ্গলের রাস্তায় বাঘের মতো পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা ৷ খবর দেওয়া হয় বনদফতরে ৷ বনকর্মীদের কাছে গ্রামবাসীরা জানান, জঙ্গলে কুরকুট (লাল পিঁপড়ে) সংগ্রহ করতে গিয়ে বাঘ দেখেছেন তাঁরা । বিষয়টি সামনে আসতেই গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে বনদফতর ।

বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক (ইটিভি ভারত)

অন্য়ান্য বনকর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও ওমর ইমাম । সারাদিন বাঘের পায়ের ছাপ পরীক্ষা-নিরীক্ষা করার পর ডিএফও বলেন, "পায়ের ছাপ দেখে মনে হচ্ছে এটি একটি পুরুষ বাঘ ৷ বাঘটি কোথা থেকে এসেছে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত আমরা কিছুই বলতে পারব না । বাঘের গতিবিধির উপর সব সময় নজর রাখা হবে । রাস্তা পারাপারের সময় আমরা বিশেষ করে নজর রাখছি ৷ কারণ, জিনাতের মতো এর গলায় রেডিও কলার নেই ।"

বন দফতর সূত্রে আরও জানা গিয়েছে, সীমানা রাস্তাগুলিতে কড়া চেকিং চালানো হচ্ছে । বাঘটি কোনও রাস্তা পারাপার করছে কি না, তা জানতে 5টি ট্র্যাপ ক্যামেরা এবং 3টি এআই ক্যামেরা বসানো হয়েছে এলাকায় । গ্রামবাসীদের সচেতন করতে এলাকায় মাইকিং করছে পুলিশ প্রশাসন ৷

ROYAL BENGAL TIGER IN JHARGRAM
বাঘের পায়ের ছাপ পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বনদফতর । (—নিজস্ব চিত্র)

এলাকার বাসিন্দা ধীরেন মুর্মু বলেন, "আমরা বেশ কয়েকজন জঙ্গলের মধ্যে কুরকুট সংগ্রহ করতে গিয়েছিলাম । তখন আমি দেখেছি জঙ্গলের মধ্যে একটি বড় জন্তু । আমার দেখে মনে হয়েছে এটি বাঘ ৷ গায়ের রং হালকা লাল রয়েছে । দেখার পরে জঙ্গল থেকে আমরা ছুটে পালিয়ে আসি ।" গ্রামবাসীদের সুরক্ষার জন্য বনদফতরের কর্মীদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশ । পুরো বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্য়েই, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেলপাহাড়ির এসডিপিও শ্রেয়া সরকার ।

ডিএফও ওমর ইমাম আরও বলেন, "জিনাত থাকাকালীন যেভাবে প্রতিদিন সকালে গ্রামগুলিকে চিহ্নিত করে সতর্ক করা হতো, এবার তাই করা হবে ৷ প্রতিনিয়ত মাইকিংও করা হবে । গ্রামবাসীদের কাছে আমার একটাই অনুরোধ, জঙ্গলে কেউ যাবেন না ।"

প্রসঙ্গত, ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে ঝাড়খণ্ড হয়ে বাঘিনী জিনাত ঢুকে পড়েছিল ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে । এরপর সে বেলপাহাড়ি হয়ে পুরুলিয়া, তারপর বাঁকুড়ায় গিয়ে পৌঁছায় ৷ অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর বাঁকুড়ায় ঘুমপাড়ানি গুলি করে ধরা হয় জিনাতকে । অনেকের দাবি, জিনাতকে অনুসরণ করেই বেলপাহাড়িতে ঢুকে পড়েছে এই পুরুষ বাঘটি ।

পড়ুন: নতুন করে বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে, মিলল পায়ের ছাপ

ঝাড়গ্রাম, 13 জানুয়ারি: বাঘিনী জিনাতের পর এবার বেলপাহাড়িতে ঢুকে পড়ল বাঘ । রবিবার দিনভর পরীক্ষা-নিরিক্ষা করার পর সোমবার সন্ধ্যায় এমনটাই নিশ্চিত করল বনদফতর । ইতিমধ্যেই বাঘটিকে ধরতে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা ৷ সেই সঙ্গে, এআই ক্যামেরার সাহায্যে কড়া নজরদারি চালাচ্ছে বনদফতর ।

রবিবার সকালে বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের মনিয়ার্ডি ও চিটামাটি গ্রামের মধ্যবর্তী জঙ্গলের রাস্তায় বাঘের মতো পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা ৷ খবর দেওয়া হয় বনদফতরে ৷ বনকর্মীদের কাছে গ্রামবাসীরা জানান, জঙ্গলে কুরকুট (লাল পিঁপড়ে) সংগ্রহ করতে গিয়ে বাঘ দেখেছেন তাঁরা । বিষয়টি সামনে আসতেই গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে বনদফতর ।

বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক (ইটিভি ভারত)

অন্য়ান্য বনকর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও ওমর ইমাম । সারাদিন বাঘের পায়ের ছাপ পরীক্ষা-নিরীক্ষা করার পর ডিএফও বলেন, "পায়ের ছাপ দেখে মনে হচ্ছে এটি একটি পুরুষ বাঘ ৷ বাঘটি কোথা থেকে এসেছে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত আমরা কিছুই বলতে পারব না । বাঘের গতিবিধির উপর সব সময় নজর রাখা হবে । রাস্তা পারাপারের সময় আমরা বিশেষ করে নজর রাখছি ৷ কারণ, জিনাতের মতো এর গলায় রেডিও কলার নেই ।"

বন দফতর সূত্রে আরও জানা গিয়েছে, সীমানা রাস্তাগুলিতে কড়া চেকিং চালানো হচ্ছে । বাঘটি কোনও রাস্তা পারাপার করছে কি না, তা জানতে 5টি ট্র্যাপ ক্যামেরা এবং 3টি এআই ক্যামেরা বসানো হয়েছে এলাকায় । গ্রামবাসীদের সচেতন করতে এলাকায় মাইকিং করছে পুলিশ প্রশাসন ৷

ROYAL BENGAL TIGER IN JHARGRAM
বাঘের পায়ের ছাপ পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বনদফতর । (—নিজস্ব চিত্র)

এলাকার বাসিন্দা ধীরেন মুর্মু বলেন, "আমরা বেশ কয়েকজন জঙ্গলের মধ্যে কুরকুট সংগ্রহ করতে গিয়েছিলাম । তখন আমি দেখেছি জঙ্গলের মধ্যে একটি বড় জন্তু । আমার দেখে মনে হয়েছে এটি বাঘ ৷ গায়ের রং হালকা লাল রয়েছে । দেখার পরে জঙ্গল থেকে আমরা ছুটে পালিয়ে আসি ।" গ্রামবাসীদের সুরক্ষার জন্য বনদফতরের কর্মীদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশ । পুরো বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্য়েই, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেলপাহাড়ির এসডিপিও শ্রেয়া সরকার ।

ডিএফও ওমর ইমাম আরও বলেন, "জিনাত থাকাকালীন যেভাবে প্রতিদিন সকালে গ্রামগুলিকে চিহ্নিত করে সতর্ক করা হতো, এবার তাই করা হবে ৷ প্রতিনিয়ত মাইকিংও করা হবে । গ্রামবাসীদের কাছে আমার একটাই অনুরোধ, জঙ্গলে কেউ যাবেন না ।"

প্রসঙ্গত, ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে ঝাড়খণ্ড হয়ে বাঘিনী জিনাত ঢুকে পড়েছিল ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে । এরপর সে বেলপাহাড়ি হয়ে পুরুলিয়া, তারপর বাঁকুড়ায় গিয়ে পৌঁছায় ৷ অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর বাঁকুড়ায় ঘুমপাড়ানি গুলি করে ধরা হয় জিনাতকে । অনেকের দাবি, জিনাতকে অনুসরণ করেই বেলপাহাড়িতে ঢুকে পড়েছে এই পুরুষ বাঘটি ।

পড়ুন: নতুন করে বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে, মিলল পায়ের ছাপ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.