ETV Bharat / state

ফের IIT খড়গপুরের হস্টেলে ছাত্রের ঝুলন্ত দেহ ! তদন্তের দাবি সাংসদ জুনের - IIT KHARAGPUR STUDENT FOUND HANGING

খড়গপুর আইআইটি-র কলেজের হস্টেল থেকে উদ্ধার তৃতীয় বর্ষের ছাত্রের দেহ ৷ ঘটনাটি নিয়ে সংসদে প্রশ্ন তোলা হবে বলে জানালেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার ৷

IIT KHARAGPUR STUDENT FOUND HANGING
খড়গপুর আইআইটি-তে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2025, 10:02 AM IST

খড়গপুর, 13 জানুয়ারি: খড়গপুর আইআইটি-তে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ কলেজ হস্টেল থেকে উদ্ধার তৃতীয় বর্ষের ছাত্রের দেহ ৷ মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ ইতিমধ্যেই, তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় চাঞ্চল্য ৷ ঘটনাটি নিয়ে সংসদে প্রশ্ন তোলা হবে বলে জানালেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার ৷

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম শাওন মালিক, বয়স 21 বছর ৷ ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি ৷ খড়গপুর আইআইটি কলেজের 'আজাদ হলের' 302 নম্বর ঘরে থাকতেন । সূত্রের খবর, রবিবার সকালে হস্টেলের ঘরের ভিতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় । তিন বছর ধরে এখানে পড়ছেন তিনি । রবিবার ছুটির দিনে বাবা-মা দেখা করতে এসে তাঁরাই ছেলের দেহটি প্রথম দেখতে পান । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ ৷ খবর পেয়ে হস্টেলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠায় তারা ৷

ছাত্রের রহস্যমৃত্যুতে উঠছে প্রশ্ন (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খুকুড়দহ এলাকায় । স্থানীয় সূত্রে খবর, ভদ্র ও নিরীহ স্বভাবের ছেলে ছিলেন তিনি ৷ সকল শিক্ষকের প্রিয় ছিলেন শাওন ৷ নাটকের সঙ্গে যুক্ত ছিলেন ৷ এদিন সন্ধ্যায় ময়নাতনদের পর তাঁর দেহ দাসপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয় ৷ এরপর রওনা দেওয়া হয় কলকাতার উদ্দেশ্যে ।

ঘটনায় দুঃখপ্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে খড়গপুর আইআইটি-র তরফে ৷ সেখানে বলা হয়েছে, "খবর পেয়েই বিশ্ববিদ্যালয়ের তরফে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে ৷ ছাত্রের পরিবারকে সব রকম সাহায্য় করা হবে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্টে না-পাওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা হবে না ৷"

এদিকে, ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া ৷ তিনি বলেন, "ঘটনাটি খুবই বেদনাদায়ক । তবে এর একটা যথাযথ তদন্তের প্রয়োজন রয়েছে । অবশ্য, আইআইটি'র নিজস্ব কমিটি রয়েছে ৷ কমিটি কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে । কেন্দ্রের তরফে ঘটনার তদন্তের জন্য দ্রুত কমিটি গঠন করা উচিত ৷ তবে সুযোগ পেলে বিষয়টি নিয়ে আমি লোকসভায় আলোচনা করব ৷"

প্রসঙ্গত, 2022 সালের 14 অক্টোবর আইআইটি খড়গপুরের ছাত্র ফয়জান আহমেদের রহস্যমৃত্যু ঘটে ৷ অসমের তিনসুকিয়ার বাসিন্দা ছিলেন তিনি ৷ দু'বার ময়নাতদন্তের পরও তাঁর মৃত্যুর কারণ নিয়ে আজও ধোঁয়াশা থেকে গিয়েছে। পরের বছর অর্থাৎ 2023 সালের অক্টোবরে কিরণ চন্দ্রা নামে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের এক ছাত্রের দেহ উদ্ধার হয় ৷

গত বছর অর্থাৎ 2024 সালের জুন মাসে দেবিকা পিল্লাই নামে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় খড়গপুর আইআইটিতেই । বায়োটেকনোলজি ও বায়ো সায়েন্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি ৷ এই আবহে ফের আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে তাই যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ ৷

পড়ুন: নয়া ডিরেক্টর পেল খড়গপুর আইআইটি, দায়িত্বে অধ্যাপক অমিত পাত্র

খড়গপুর, 13 জানুয়ারি: খড়গপুর আইআইটি-তে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ কলেজ হস্টেল থেকে উদ্ধার তৃতীয় বর্ষের ছাত্রের দেহ ৷ মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ ইতিমধ্যেই, তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় চাঞ্চল্য ৷ ঘটনাটি নিয়ে সংসদে প্রশ্ন তোলা হবে বলে জানালেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার ৷

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম শাওন মালিক, বয়স 21 বছর ৷ ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি ৷ খড়গপুর আইআইটি কলেজের 'আজাদ হলের' 302 নম্বর ঘরে থাকতেন । সূত্রের খবর, রবিবার সকালে হস্টেলের ঘরের ভিতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় । তিন বছর ধরে এখানে পড়ছেন তিনি । রবিবার ছুটির দিনে বাবা-মা দেখা করতে এসে তাঁরাই ছেলের দেহটি প্রথম দেখতে পান । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ ৷ খবর পেয়ে হস্টেলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠায় তারা ৷

ছাত্রের রহস্যমৃত্যুতে উঠছে প্রশ্ন (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খুকুড়দহ এলাকায় । স্থানীয় সূত্রে খবর, ভদ্র ও নিরীহ স্বভাবের ছেলে ছিলেন তিনি ৷ সকল শিক্ষকের প্রিয় ছিলেন শাওন ৷ নাটকের সঙ্গে যুক্ত ছিলেন ৷ এদিন সন্ধ্যায় ময়নাতনদের পর তাঁর দেহ দাসপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয় ৷ এরপর রওনা দেওয়া হয় কলকাতার উদ্দেশ্যে ।

ঘটনায় দুঃখপ্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে খড়গপুর আইআইটি-র তরফে ৷ সেখানে বলা হয়েছে, "খবর পেয়েই বিশ্ববিদ্যালয়ের তরফে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে ৷ ছাত্রের পরিবারকে সব রকম সাহায্য় করা হবে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্টে না-পাওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা হবে না ৷"

এদিকে, ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া ৷ তিনি বলেন, "ঘটনাটি খুবই বেদনাদায়ক । তবে এর একটা যথাযথ তদন্তের প্রয়োজন রয়েছে । অবশ্য, আইআইটি'র নিজস্ব কমিটি রয়েছে ৷ কমিটি কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে । কেন্দ্রের তরফে ঘটনার তদন্তের জন্য দ্রুত কমিটি গঠন করা উচিত ৷ তবে সুযোগ পেলে বিষয়টি নিয়ে আমি লোকসভায় আলোচনা করব ৷"

প্রসঙ্গত, 2022 সালের 14 অক্টোবর আইআইটি খড়গপুরের ছাত্র ফয়জান আহমেদের রহস্যমৃত্যু ঘটে ৷ অসমের তিনসুকিয়ার বাসিন্দা ছিলেন তিনি ৷ দু'বার ময়নাতদন্তের পরও তাঁর মৃত্যুর কারণ নিয়ে আজও ধোঁয়াশা থেকে গিয়েছে। পরের বছর অর্থাৎ 2023 সালের অক্টোবরে কিরণ চন্দ্রা নামে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের এক ছাত্রের দেহ উদ্ধার হয় ৷

গত বছর অর্থাৎ 2024 সালের জুন মাসে দেবিকা পিল্লাই নামে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় খড়গপুর আইআইটিতেই । বায়োটেকনোলজি ও বায়ো সায়েন্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি ৷ এই আবহে ফের আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে তাই যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ ৷

পড়ুন: নয়া ডিরেক্টর পেল খড়গপুর আইআইটি, দায়িত্বে অধ্যাপক অমিত পাত্র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.