গঙ্গাসাগর, 13 জানুয়ারি: শুরু হয়ে গিয়েছে এই বছরের গঙ্গাসাগর মেলা ৷ অনুষ্ঠানের মধ্য়েই ফের কেন্দ্র-রাজ্য সংঘাত ৷ মেলার প্রস্তুতি পরিদর্শনে এসে রাজ্যের উন্নতি প্রকল্পে কেন্দ্রীয় বরাত নিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ পরোক্ষভাবে রাজ্য়ের শাসক শিবিরকে 'চোর' বলে কটাক্ষ করলেন তিনি ৷
নদী ভাঙন নিয়ে কেন্দ্রের ভূমিকা নিয়ে বরাবর প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, ভাঙন রোধ করতে কেন্দ্রের তরফে এক পয়সাও দেওয়া হয় না বাংলাকে ৷ এদিন সেই প্রসঙ্গে মুখ্য়মন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ৷ তিনি বলেন, "আয়লার সময় 5 হাজার কোটি টাকা দিয়েছিল কেন্দ্র ৷ কিন্তু, রাজ্যের তরফে কংক্রিটের বাঁধ নির্মাণের কথা বলা হলেও, তা আর হয়নি ৷ পরে টাকা ফিরিয়ে দেওয়া হয় ৷"
এরপরই তিনি বলেন, "কেন্দ্র সরকার টাকা না-দিলে বলবেন বঞ্চনা করছে ৷ আবার টাকা দিলে, তা আপনারা চুরি করবেন ৷ আপনারা নিজেরা কাজ করে দেখান ৷ সকলে সহযোগিতা করবে ৷"
সম্প্রতি, গঙ্গাসাগরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ করা হবে ৷ এদিন সেই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, "একবার বলেছেন কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে শংকরপুরে জেটি নির্মাণ করবেন ৷ আবার বলছেন, আপনারা নিজেরা করবেন । আদানির সঙ্গে কথাও বললেন ৷ আসলে এই সরকার শুধু মন্তব্য করে ৷ কোনও কাজ করে না ৷"
এদিন, দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ ৷ এরপর রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরও বলেন, "গত 12-14 বছরে রাজ্যে কোন বড় কাজ হয়েছে ? আপনার বলুন । কাজ করলেও, সে কাজ টিকে থাকছে না ৷ এমন কাজ করা বন্ধ করুন ৷ গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সঠিক পদ্ধতিতে আবেদন জানান ৷ দেখবেন কাজ হয়ে গিয়েছে ৷"
অবশ্য, গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনা নিয়ে ইতিবাচক মন্তব্য করতে শোনা গিয়েছে বিজেপির এই নেতাকে ৷ তিনি বলেন, "ইতিমধ্যেই পূণ্য়ার্থীরা আসা শুরু করে দিয়েছেন ৷ এই বছর মহা কুম্ভ আর গঙ্গাসাগর একই তিথিতে হওয়ায় ভক্তদের সংখ্যা অনেকটাই কমবে । তবে রাজ্যের ব্যবস্থাপনা খুবই ভালো হয়েছে ।"