Puja Parikrama : কয়েক হাজার বাঁশের কারুকার্য ফুটিয়ে তুলেছে বর্ধমানের লাল্টু স্মৃতি সংঘ
🎬 Watch Now: Feature Video
হীরক জয়ন্তী বর্ষে লাল্টু স্মৃতি সংঘের ভাবনায় ফুটে উঠছে 'কারুকার্য বাংলা বাঁশে, দেবীর বোধন নব সাজে।' কয়েক হাজার বাঁশের মাধ্যমে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। বাঁশের ছাল দিয়ে করা হয়েছে সূক্ষ্ম কাজ। মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ,ত্রিপুরা সহ বিভিন্ন জায়গা থেকে আনা 10 থেকে 12 টি প্রজাতির প্রায় সাড়ে তিন হাজার বাঁশ মণ্ডপের কারুকার্য করতে ব্যবহার করা হয়েছে। রয়েছে বোম্বে বাঁশ, তরল বাঁশ , বারিয়া বাঁশ, মাগলা বাঁশ , গিটে বাঁশ , মেঠো বাঁশের বিভিন্ন কারুকার্য। লাল্টু স্মৃতি সংঘের সম্পাদক তন্ময় সামন্ত বলেন, কাঁথির শিল্পীর হাতের ছোঁয়ায় বাঁশ দিয়ে যেভাবে মণ্ডপের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে তা সকলেরই মন কাড়ছে। সেই বাঁশের কারুকার্যের ভিতর রয়েছে চন্দননগরের আলোকসজ্জা। দিনের আলো নিভে গেলেই রাতের বেলা মণ্ডপ অন্যরূপ নিচ্ছে।