কলকাতা, 27 নভেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ইচ্ছে সারদা মায়ের বাড়ির এলাকা সুন্দর করে সাজিয়ে তুলবেন । দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের নজর কাড়তে এই সিদ্ধান্ত নেন তিনি । মুখ্যমন্ত্রীর সেই ইচ্ছেপূরণের দায়িত্ব নিয়েছে কলকাতা কর্পোরেশন । ধাপে ধাপে চলছে শ্রী সৌন্দর্যায়ন কাজ । ইতিমধ্যেই, অনেক কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷
সৌন্দর্যায়নের দ্বিতীয় ধাপে বস্তিবাসীদের জন্য 'বাংলার বাড়ি' প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে ফ্ল্যাট ৷ মঙ্গলবার সেই কাজ পরিদর্শন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । সারদা মায়ের বাড়িও যান তিনি । দেখা করেন তারক মহারাজের সঙ্গে । ফ্ল্যাটের কাজ দেখে রাজ্যের নগোরন্নয়ন মন্ত্রী জানান, দ্বিতীয় ধাপের কাজ শেষ হবে আগামী পুজোর আগেই । ফলে খুব শীঘ্রই নতুন ফ্ল্যাট পেতে চলেছেন বস্তিবাসীদের একাংশ ৷
মেয়র বলেন, "মুখ্যমন্ত্রীর অত্যন্ত সখের এই প্রকল্প । আর মায়ের বাড়ির গুরুত্ব ধর্মীয় বিশ্বাসের দিক থেকে ও ঐতিহাসিক দিক থেকে অপরিসীম । ফলে যথেষ্ট গুরুত্বের সঙ্গে এই প্রকল্পের কাজ চলছে ৷ আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে ৷" এদিন কাজ পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে মঠের তরফে তারক মহারাজ, স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ, বস্তি বিভাগের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার-সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন ।
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বাগবাজারে সারদা মায়ের বাড়ির আশপাশে থাকা প্রায় 300টি পরিবারকে 'বাংলার বাড়ি' প্রকল্প ফ্ল্যাট দেওয়া হবে । সাজিয়ে তোলা হবে সারদা মায়ের বাড়ি থেকে মায়ের ঘাটে যাওয়ার রাস্তা ৷ বস্তিবাসীদের ফ্ল্যাটে স্থানান্তরিত করে সেই সব জায়গা নতুন গাছ লাগিয়ে ও আলো দিয়ে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে কলকাতা কর্পোরেশনের । বস্তিবাসীদের জন্য মোট 11 টাওয়ার তৈরি করা হবে । এক একটি ফ্লোরে
4টি করে ফ্ল্যাট থাকবে । এক একটি ফ্ল্যাট গড়ে 400 বর্গফুট আয়তনের হবে ।
মোট 220টি পরিবার পাবে নতুন ফ্ল্যাট । আগামী 2025 সালের পুজোর আগেই শেষ হবে ফ্ল্যাট তৈরির এই কাজ । এই দফায় রাজ্যের খরচ হচ্ছে মোট 20 কোটি টাকা । বর্তমানে 6টি ব্লক তৈরির কাজ চলছে । ইতিমধ্যেই, 4টি ব্লক তৈরির কাজ হয়ে গিয়েছে ৷ আরও 5টি ব্লক তৈরির কাজ হবে ৷