ETV Bharat / state

কলকাতায় পরপর অগ্নিকাণ্ড বিমার টাকার জন্য ? তদন্তের ইঙ্গিত দমকলমন্ত্রীর - FIRE ACCIDENTS IN KOLKATA

শহরে বাড়ছে অগ্নিকাণ্ডের ঘটনা। কিছু অসাধু ব্যবসায়ীর দিকে আঙুল তুললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

Bengal Minister Sujit Bose
দমকল মন্ত্রী সুজিত বসু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2024, 9:11 AM IST

কলকাতা, 27 নভেম্বর: শহরে বাড়ছে অগ্নিকাণ্ডের ঘটনা। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে কিছু কিছু অসাধু ব্যবসায়ীর দিকে আঙুল তুললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। শীতকালীন অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক শহর কলকাতায় ক্রমবর্ধমান অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে বলে বিধায়কের যে ধারণা, তা সঠিক নয়। কারণ, 2022-23 অর্থবর্ষের তুলনায় 2023-24 অর্থবর্ষে শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরে কলকাতায় 1590টি অগ্নিকাণ্ড ঘটেছিল। কিন্তু, এ বছর এখনও পর্যন্ত মোট 920টি অগ্নিকাণ্ড ঘটেছে।

এরপরেই প্রশ্নের জবাব দিতে গিয়ে দমকল মন্ত্রীর গলায় একটা আশঙ্কার কথা শোনা যায়। বিধানসভার সদনের মধ্যে দাঁড়িয়ে সুজিত বসু বলেন, "এখন যে অগ্নিকাণ্ড ঘটছে, কিছু ঘটনা তো দুর্ঘটনাবসত ঘটছে। আবার কিছু কিছু জায়গায় অসাধু লোকেরা আগুনও ধরিয়ে দিচ্ছে।" তিনি বলেন, এটা তার অনুমান। তবে তদন্ত হচ্ছে ফরেনসিকও করা হচ্ছে, এ ধরনের ঘটনা ঘটিয়ে কেউ ছাড় পাবেন না বলেই দাবি করেন তিনি।

সুজিত বসু বলেন, "বিভিন্ন ফায়ার অডিট করতে গিয়ে দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপন ব্যবস্থা লাগানো রয়েছে ৷ কিন্তু, সেগুলি ঠিকমতো কাজ করে না। আমরা তখন তাদের সতর্ক করে দিই। আপনারা আপনাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক করুন। আবার অনেকে বিমার টাকা পাওয়ার জন্য ইচ্ছা করে এই ধরনের ঘটনা কিছু জায়গায় ঘটিয়ে দিচ্ছেন।" মন্ত্রী জানিয়েছেন, আগুন ধরার ক্ষেত্রে কিছু স্বাভাবিক কারণেই ঘটছে। আবার কিছু ব্যবসায়ী বিমার সুবিধা পাওয়ার জন্য মার্চ মাসের আগে আগুন ধরিয়ে দিচ্ছেন। এই ধরনের ঘটনা সরকার কঠোরভাবে দেখছে বলে জানিয়েছেন মন্ত্রী। পুলিশকেও তদন্ত করার কথা বলা হচ্ছে।

এই দিন মন্ত্রী জানিয়ে দিয়েছেন ফায়ার অডিট নিয়ে তার দফতর যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে। 2023 সালে দমকলের তরফে 3400 অডিট করা হয়েছে। 2024 সালের এখনও পর্যন্ত 2900টি অডিট করা হয়েছে। এদিন দফতরের তরফে পরিকাঠামো সংক্রান্ত কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নিয়েও বার্তা দেন সুজিত বসু।

মন্ত্রী জানিয়েছেন, দমকল দফতরে ইতিমধ্যেই রোবট নিয়ে আসা হয়েছে আগামী দিনে আরও দশটি কেনা হচ্ছে। এছাড়া, নতুন গাড়ি আসার কথা 75টি। এর মধ্যে ইতিমধ্যেই 50টি গাড়ি চলে এসেছে। এই বছরের মধ্যেই আরও 25টি গাড়ি চলে আসবে। এছাড়া, জমশালের কাজের সুবিধার জন্য এতদিন পর্যন্ত ছটি বড় সিঁড়ি ছিল। এগুলির উচ্চতা যথাক্রমে 68 মিটার 50 মিটার এবং 55 মিটার। প্রত্যেকটাই দুটো দুটো করেছিল। আগামী দিনে আরও মিডিয়াম রেঞ্জের বারোটি সিঁড়ি কেনা হচ্ছে, যেগুলির উচ্চতা যথাক্রমে 18 মিটার 24 মিটার এবং 30 মিটার।

লাইসেন্সিং-এর প্রক্রিয়া সরলীকরণ করা নিয়েও তিনি বলেন, "5000 স্কোয়ার ফিট নিয়ে যারা ব্যবসা করেন, তারা দমকল দফতরের কাছে আসেন অনুমোদনের জন্য। এখন সেল্ফ ডিক্লারেশনের সুযোগ আছে। 5000 স্কোয়ার ফিটের মধ্যে ব্যবসা করলে সেলফ ডিক্লারেশন দিয়ে আবেদন করলেই অনলাইনে অনুমোদন দেওয়া হয়।"

আরও পড়ুন
রবি-সন্ধ্যায় কলকাতা মেডিক্যাল কলেজে আগুন-আতঙ্ক
গড়িয়া রেল ব্রিজের তলায় আগুন, পুড়ে ছাই 6 দোকান

কলকাতা, 27 নভেম্বর: শহরে বাড়ছে অগ্নিকাণ্ডের ঘটনা। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে কিছু কিছু অসাধু ব্যবসায়ীর দিকে আঙুল তুললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। শীতকালীন অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক শহর কলকাতায় ক্রমবর্ধমান অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে বলে বিধায়কের যে ধারণা, তা সঠিক নয়। কারণ, 2022-23 অর্থবর্ষের তুলনায় 2023-24 অর্থবর্ষে শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরে কলকাতায় 1590টি অগ্নিকাণ্ড ঘটেছিল। কিন্তু, এ বছর এখনও পর্যন্ত মোট 920টি অগ্নিকাণ্ড ঘটেছে।

এরপরেই প্রশ্নের জবাব দিতে গিয়ে দমকল মন্ত্রীর গলায় একটা আশঙ্কার কথা শোনা যায়। বিধানসভার সদনের মধ্যে দাঁড়িয়ে সুজিত বসু বলেন, "এখন যে অগ্নিকাণ্ড ঘটছে, কিছু ঘটনা তো দুর্ঘটনাবসত ঘটছে। আবার কিছু কিছু জায়গায় অসাধু লোকেরা আগুনও ধরিয়ে দিচ্ছে।" তিনি বলেন, এটা তার অনুমান। তবে তদন্ত হচ্ছে ফরেনসিকও করা হচ্ছে, এ ধরনের ঘটনা ঘটিয়ে কেউ ছাড় পাবেন না বলেই দাবি করেন তিনি।

সুজিত বসু বলেন, "বিভিন্ন ফায়ার অডিট করতে গিয়ে দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপন ব্যবস্থা লাগানো রয়েছে ৷ কিন্তু, সেগুলি ঠিকমতো কাজ করে না। আমরা তখন তাদের সতর্ক করে দিই। আপনারা আপনাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক করুন। আবার অনেকে বিমার টাকা পাওয়ার জন্য ইচ্ছা করে এই ধরনের ঘটনা কিছু জায়গায় ঘটিয়ে দিচ্ছেন।" মন্ত্রী জানিয়েছেন, আগুন ধরার ক্ষেত্রে কিছু স্বাভাবিক কারণেই ঘটছে। আবার কিছু ব্যবসায়ী বিমার সুবিধা পাওয়ার জন্য মার্চ মাসের আগে আগুন ধরিয়ে দিচ্ছেন। এই ধরনের ঘটনা সরকার কঠোরভাবে দেখছে বলে জানিয়েছেন মন্ত্রী। পুলিশকেও তদন্ত করার কথা বলা হচ্ছে।

এই দিন মন্ত্রী জানিয়ে দিয়েছেন ফায়ার অডিট নিয়ে তার দফতর যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে। 2023 সালে দমকলের তরফে 3400 অডিট করা হয়েছে। 2024 সালের এখনও পর্যন্ত 2900টি অডিট করা হয়েছে। এদিন দফতরের তরফে পরিকাঠামো সংক্রান্ত কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নিয়েও বার্তা দেন সুজিত বসু।

মন্ত্রী জানিয়েছেন, দমকল দফতরে ইতিমধ্যেই রোবট নিয়ে আসা হয়েছে আগামী দিনে আরও দশটি কেনা হচ্ছে। এছাড়া, নতুন গাড়ি আসার কথা 75টি। এর মধ্যে ইতিমধ্যেই 50টি গাড়ি চলে এসেছে। এই বছরের মধ্যেই আরও 25টি গাড়ি চলে আসবে। এছাড়া, জমশালের কাজের সুবিধার জন্য এতদিন পর্যন্ত ছটি বড় সিঁড়ি ছিল। এগুলির উচ্চতা যথাক্রমে 68 মিটার 50 মিটার এবং 55 মিটার। প্রত্যেকটাই দুটো দুটো করেছিল। আগামী দিনে আরও মিডিয়াম রেঞ্জের বারোটি সিঁড়ি কেনা হচ্ছে, যেগুলির উচ্চতা যথাক্রমে 18 মিটার 24 মিটার এবং 30 মিটার।

লাইসেন্সিং-এর প্রক্রিয়া সরলীকরণ করা নিয়েও তিনি বলেন, "5000 স্কোয়ার ফিট নিয়ে যারা ব্যবসা করেন, তারা দমকল দফতরের কাছে আসেন অনুমোদনের জন্য। এখন সেল্ফ ডিক্লারেশনের সুযোগ আছে। 5000 স্কোয়ার ফিটের মধ্যে ব্যবসা করলে সেলফ ডিক্লারেশন দিয়ে আবেদন করলেই অনলাইনে অনুমোদন দেওয়া হয়।"

আরও পড়ুন
রবি-সন্ধ্যায় কলকাতা মেডিক্যাল কলেজে আগুন-আতঙ্ক
গড়িয়া রেল ব্রিজের তলায় আগুন, পুড়ে ছাই 6 দোকান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.