Jhargram Maoist: ঝাড়গ্রামে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমাতঙ্ক - বোমাতঙ্ক
🎬 Watch Now: Feature Video
পরিত্যক্ত দু’টি স্যুটকেসকে ঘিরে বোমাতঙ্ক ঝাড়গ্রামের চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের শুকনাবাঁধ এলাকায় ৷ বড় রাস্তার উপরে ওই স্যুটকেস দু’টি পড়েছিল ৷ স্থানীয়রা ভোরবেলা ওই স্যুটকেসগুলি দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন ৷ পুলিশ সেখানে গিয়ে ওই রাস্তা দিয়ে যানচলাচল বন্ধ করে দেয় ৷ ঘটনাস্থলে যায় দমকল ও বম্ব স্কোয়াড ৷ সকাল 6টা থেকে বেলা বারোটা পর্যন্ত নানাভাবে স্যুটকেসগুলিকে পরীক্ষা করা হয় ৷ তারপর, ওই স্যুটকেসগুলিকে খোলা হয় ৷ তবে, সেখানে কোনও বিস্ফোরক ছিল না ৷ শুধুমাত্র জামাকাপড় ছিল ওই স্যুটকেসগুলির মধ্যে ৷