"প্রণব মুখোপাধ্যায়ের চলে যাওয়া দেশের পক্ষে ক্ষতি" - বিমান বসু
🎬 Watch Now: Feature Video
পেশাগত জীবন শুরু অধ্যাপনা দিয়ে ৷ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক থেকে পরবর্তীকালে রাজনীতিতে উত্থান ৷ তার ভিত্তি গড়ে উঠেছিল যুক্তফ্রন্ট সরকার গড়ে ওঠার সময় । প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় একথা বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দীর্ঘদিনের পরিচয় ছিল উভয়ের। বিমানবাবু বলেন, " প্রণব মুখোপাধ্যায়ের চলে যাওয়া দেশের পক্ষে ক্ষতি হল।"