জিতলেই কামারহাটিতে কুড়ি হাজার চাকরি দেবেন মদন
🎬 Watch Now: Feature Video
2016 সালের নির্বাচনে টিম ছিল, জার্সি ছিল ৷ ছিল না শুধু ক্যাপ্টেন ৷ কিন্তু এবারের নির্বাচনে খোদ ক্যাপ্টেন রয়েছে ৷ ওই নির্বাচনে হার হয়েছিল বলেই এবার মানুষ দ্বিগুণ ভোটে নির্বাচিত করবে ৷ নন্দীগ্রামের পরে কামারহাটির নাম জনপ্রিয় হয়ে উঠবে ৷ বললেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র ৷ এদিন তিনি আরও বলেন, "প্রথমবার বিধায়ক হয়ে কামারহাটিতে অনেক কিছু হয়েছে ৷ সাগর দত্ত মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ক্যান্সার হাসপাতাল সহ 100 কোটি টাকার স্কাইওয়াক হয়েছে, দক্ষিণেশ্বরে 21 কোটি টাকার লাইট অ্যান্ড সাউন্ড হয়েছে, 1 হাজার লোক যাতে এক সঙ্গে বসে ভোগ খেতে পারে তার জন্য 5 কোটি টাকার ঘর তৈরি করা হয়েছে ৷ যদি আবার আমাকে নির্বাচিত করে 20 হাজার বেকারের কর্মসংস্থান হবে, ন্যাশনাল বাস টার্মিনাস হবে ৷"
Last Updated : Apr 14, 2021, 1:11 PM IST