জোহানেসবার্গ, 16 নভেম্বর: 17 আগে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে কুড়ি-বিশের বিশ্বকাপের প্রথম সংস্করণ জিতেছিল ভারত ৷ শুক্রবার রাতে ফের বিশ্বজয়ীদের দাপট দেখল জোহানেসবার্গ ৷ প্রথমে ব্যাট করে 20 ওভারে 283 রান তুলল ‘সূর্যকুমার অ্যান্ড কোং’ ৷ শতরান করলেন সঞ্জু স্যামসন, তিলক বর্মা ৷ পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে গেল 148 রানে ৷
ক্যারিবিয়ানে বিশ্বকাপের পর প্রথমবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে মুখোমুখি হয়েছিল দুই ফাইনালিস্ট ৷ 3-1 ব্যবধানে সিরিজ জিতে ভারত বুঝিয়ে দিল, বিশ্বজয়ী দল ঠিক কেমন হয় ৷ জো’বার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ প্রথম থেকেই চালিয়ে খেলছিলেন দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা ৷ 18 বলে 36 রান করে ক্রিজে ছাড়েন অভিষেক ৷ সেখান থেকে খেলাটা ধরে সঞ্জু-তিলক জুটি ৷
𝙒𝙄𝙉𝙉𝙀𝙍𝙎!
— BCCI (@BCCI) November 15, 2024
Congratulations to #TeamIndia on winning the #SAvIND T20I series 3⃣-1⃣ 👏👏
Scorecard - https://t.co/b22K7t9imj pic.twitter.com/oiprSZ8aI2
এদিন ক্রিজে সেট হতে বেশি বল খরচ করেননি দক্ষিণ ভারতের দুই তারকা ৷ রয়্যালস অধিনায়কের এদিনের অবদান 56 বলে অপরাজিত 109 রানের ইনিংস ৷ কম গেলেন না বর্মাও ৷ মাত্র 47 বলে তিলক করলেন 120 রান ৷ আইপিএলে এক ইনিংসে দুই ব্যাটারের শতরানের নজির থাকলেও বিশ্বক্রিকেটে তা ছিল না ৷ ‘মেন ইন ব্লু’র দাপটে সেই রেকর্ডও গড়ে ফেললেন সঞ্জু-তিলক ৷
109 রানের ইনিংসে সঞ্জু মেরেছেন 6টি চার ও 9টি ছয় ৷ তিলক হাঁকিয়েছেন 10টি ছয় ও 9টি চার ৷ সংক্ষিপ্ত ইনিংসে অভিষেক মেরেছেন 4টি ছয় ৷ গোটা ইনিংসে 23টি ছক্কা হাঁকিয়েছেন লক্ষ্মণের ছেলেরা ৷ এতদিন টি-20 আন্তর্জাতিকে এক ইনিংসে সর্বোচ্চ 22টি ছক্কা মারার (বনাম বাংলাদেশ, 2024) রেকর্ড ছিল ভারতের ৷ প্রোটিয়া সফরে নিজেদের রেকর্ডই ভাঙল টিম ইন্ডিয়া ৷
অসম্ভব লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 10 রানের 4 উইকেট হারায় সাউথ আফ্রিকা ৷ ওখানেই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে যায় ৷ বাকি সময়টা ছিল স্রেফ নিয়মরক্ষার ৷ দেশকে টি-20 বিশ্বকাপ জিতিয়ে অবসরে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা ৷ রোহিত-কোহলি পরবর্তী যুগে যে ভারতীয় ক্রিকেট সুরক্ষিত, তাই যেন বোঝালেন সঞ্জু-তিলকরা ৷