হায়দরাবাদ, 16 নভেম্বর: দ্বিতীয়বার বাবা হলেন রোহিত শর্মা ৷ সূত্রের খবর, 15 নভেম্বর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি ৷ যদিও রোহিত শর্মা বা রীতিকা সাজদে, কেউই এখনও সরকারিভাবে এই খবর জানাননি ৷ প্রসঙ্গত, এর আগে সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকার জন্য ছুটি নিয়েছিলেন হিটম্যান ৷ দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রী’র পাশে থাকতেই প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া সফরের শুরুতে বোর্ডের থেকে ছুটি চেয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত ৷
2015 সালের 13 ডিসেম্বর চারহাত এক হয় রোহিত-রীতিকার ৷ 2018 সালে প্রথম সন্তানের জন্ম দেন রীতিকা ৷ মেয়ে সামাইরার বয়স এখন ছয়ের কোঠায় ৷ এবার ফের পিতৃত্বের স্বাদ পেলেন বিশ্বজয়ী অধিনায়ক ৷ চলতি বছরের 29 জুন দেশকে টি-20 বিশ্বকাপ দেন অধিনায়ক রোহিত ৷ ফ্যানেরা বলছেন, বছরের দ্বিতীয় উপহার পেলেন হিটম্যান ৷
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ ৷ ডব্লিউটিসি ফাইনালে যোগ্যতা অর্জনে চাপে ভারতীয় দল ৷ ফলে বর্ডার-গাভাসকর ট্রফির মত গুরুত্বপূর্ণ সিরিজে শুরু থেকে রোহিতকে দলের প্রয়োজন ৷ আগে জানা গিয়েছিল, পারথে সিরিজের প্রথম ম্যাচে পাওয়া যাবে না রোহিতকে ৷ 22 নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ ৷ একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, সিরিজের প্রথম ম্যাচের আগেই অজিভূমে পৌঁছে যাবেন রোহিত ৷
অন্যান্য দলের ফলাফলের দিকে না-তাকিয়ে আসন্ন ডব্লিউটিসি ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের মধ্যে অন্তত 4টি ম্যাচে জিততেই হবে ভারতকে ৷ অন্যথায়, ফাইনাল খেলতে হলে দৌড়ে থাকা অন্যান্যদের সিরিজে চোখ রাখতে হবে রোহিতব্রিগেডকে ৷