ETV Bharat / state

20 ডিগ্রির নীচে নামছে পারদ, কবে বঙ্গে শুরু শীতের আমেজ ?

শীতের আমেজ শুরু বঙ্গে ৷ বঙ্গে পারদ পতনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷ আগামী পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

WEST BENGAL WEATHER UPDATE
শীতের আমেজ শুরু বঙ্গে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 16 নভেম্বর: বঙ্গের আকাশ ভরা হেমন্ত ৷ শীতের আমেজ লাগছে গায়ে। ঝরা পাতার স্তুপ, কুয়াশা, ঘাসের আগায় শিশির বিন্দু বুঝিয়ে দেয় সময়টা হেমন্তকাল। কার্তিক পেরিয়ে অগ্রহায়ণের শুরুতেই শীতের আগমনী বার্তা। কারণ বঙ্গে পারদ পতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই, তবে তা ঠান্ডা আবহে বাড়তি মাত্রা যোগ করতে পারে। আজ, শনিবার দিনের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ৷ কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে থাকবে। পূর্বাভাস অনুযায়ী আজ থেকে হাওয়া বদল। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা।

ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। তবে পারদ পতন মানেই শীত সমাগত, এটা ভাবার কোনও কারণ নেই। খাস কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি স্পর্শ করলে এবং অন্তত তিন দিন থিতু হলে বলা হয় শীত পড়েছে। আবহবিদরা বলছেন, উত্তর-পশ্চিম ভারতের ওপর দিয়ে শীতল হাওয়ার স্রোত বইছে ৷ তার জেরে ওই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে। তার প্রভাবে পূর্বভারতে আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

শুক্রবার কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 93 শতাংশ ও সর্বনিম্ন 39 শতাংশ।

কলকাতা, 16 নভেম্বর: বঙ্গের আকাশ ভরা হেমন্ত ৷ শীতের আমেজ লাগছে গায়ে। ঝরা পাতার স্তুপ, কুয়াশা, ঘাসের আগায় শিশির বিন্দু বুঝিয়ে দেয় সময়টা হেমন্তকাল। কার্তিক পেরিয়ে অগ্রহায়ণের শুরুতেই শীতের আগমনী বার্তা। কারণ বঙ্গে পারদ পতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই, তবে তা ঠান্ডা আবহে বাড়তি মাত্রা যোগ করতে পারে। আজ, শনিবার দিনের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ৷ কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে থাকবে। পূর্বাভাস অনুযায়ী আজ থেকে হাওয়া বদল। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা।

ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। তবে পারদ পতন মানেই শীত সমাগত, এটা ভাবার কোনও কারণ নেই। খাস কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি স্পর্শ করলে এবং অন্তত তিন দিন থিতু হলে বলা হয় শীত পড়েছে। আবহবিদরা বলছেন, উত্তর-পশ্চিম ভারতের ওপর দিয়ে শীতল হাওয়ার স্রোত বইছে ৷ তার জেরে ওই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে। তার প্রভাবে পূর্বভারতে আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

শুক্রবার কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 93 শতাংশ ও সর্বনিম্ন 39 শতাংশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.