তিনতলার ছাদ থেকে ঝাঁপ ! রক্তাক্ত অবস্থায় উদ্ধার কলেজছাত্রী - COLLEGE STUDENT INJURED
🎬 Watch Now: Feature Video
Published : Nov 11, 2024, 11:15 AM IST
Raghunath Ayurved Mahavidyalaya: আরজি কর-কাণ্ডের আবহে ফের রক্তাক্ত অবস্থায় উদ্ধার কলেজছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে ৷ রঘুনাথ আয়ুর্বেদিক কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী রবিবার রাতে হোস্টেলের তিনতলার ছাদ থেকে ঝাঁপ দেন বলে দাবি কর্তৃপক্ষের ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তাঁর অবস্থার অবনতি হতে থাকায় পরে ওই ছাত্রীকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
কলেজ সূত্রে জানা গিয়েছে, আহত ছাত্রী উত্তর 24 পরগনার আগরপাড়ার বাসিন্দা ৷ রাতে ওই ছাত্রীর সহপাঠীরা একটি আওয়াজ পান । সঙ্গে সঙ্গে তাঁরা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পরে রয়েছেন ওই ছাত্রী ৷ রঘুনাথ আয়ুর্বেদিক কলেজের সম্পাদক সুকমল মাইতি বলেন, "কলেজের এক ছাত্রী তিনতলা থেকে ঝাঁপ দিয়েছে । তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ছাত্রীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে । তবে কী থেকে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয় । পুলিশ ঘটনাস্থলে এসেছে । তদন্ত শুরু হয়েছে ।"