নৌকায় চড়ে মণ্ডপে দুর্গা - Kumartuli
🎬 Watch Now: Feature Video
ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবারও কুমোরটুলি থেকে নৌকায় মা দুর্গা এলেন বালি ব্যারাকপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে । এবার তাদের 67 তম বৎসর । তিনটি নৌকায় প্রতিমা যখন বালি কাকেশ্বর ঘাটে পৌঁছায় তখন ঘাটে ভিড় জমে গেছে । শাঁখ বাজিয়ে উলু দিয়ে বরণ করা হয় উমাকে ।