খানাখন্দ-গর্তে ভরা এ-কোন রাস্তা, উত্তর নেই রানিগঞ্জে - jk nagar
🎬 Watch Now: Feature Video
লক্ষ্যে পৌঁছানোর জন্য রাস্তা । কিন্তু রানিগঞ্জের দু 'নম্বর জাতীয় সড়কের জে কে নগর মোড় থেকে জে কে নগর বাজার পর্যন্ত রাস্তা সেই অবস্থায় নেই । রাস্তার চারিদিকে খানাখন্দে ভরা । কোথাও বা আবার বড় গর্ত তৈরি হয়েছে । পিচ রাস্তা থেকে বেরিয়ে এসেছে পাথর । তাই বাসিন্দাদের রাস্তা সারানোই এখন প্রধান লক্ষ্য । ইটিভি ভারতের @জনতায় সেই সমস্যার কথা জানালেন সেখানকার আমজনতা ।