কলকাতা, 23 ডিসেম্বর: সংসদে দাঁড়িয়ে আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তা নিয়ে ইতিমধ্যেই সরগরম দিল্লি । এই বিষয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । এই মন্তব্যের প্রতিবাদে দলকে রাজপথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী । সেই মতোই কলকাতার বিভিন্ন প্রান্তে আজ পথে নামলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । দাবি উঠল, ক্ষমা চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷
উত্তর কলকাতায় মিছিল করেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । দক্ষিণ কলকাতায় রাজপথে নামেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস । একইভাবে দুপুরে মিছিল করে গিয়ে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ।
রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন অমিত শাহ বলেছিলেন, "এখন এক ফ্যাশন হয়েছে - আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর । এতবার যদি ভগবানের নাম নিত, তব সাত জন্ম স্বর্গবাস হয়ে যেত । 100 বার ওঁর নাম নিলেও ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল ? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর ।"
অমিত শাহের এই মন্তব্যের প্রতিবাদ করে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "অমিত শাহ সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা আম্বেদকর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন আমরা তার প্রতিবাদ জানাই । আমাদের নেত্রীর উদ্যোগে আমরা এদিন পথে নেমেছি । এই মন্তব্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে ।"
অন্যদিকে শশী পাঁজা বলেন, "বিজেপি গান্ধিজিকে সহ্য করতে পারে না । এবার আম্বেদকরকেও ভুলিয়ে দিতে চাইছে । আসলে এসব করে দেশের সংবিধানকেই অসম্মান করতে চাইছে বিজেপি । আজ সে কারণেই আমরা তাঁর এই মন্তব্যের প্রতিবাদ করছি । এই বক্তব্য দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের অপমান ।"
অন্যদিকে কুণাল ঘোষ বলেন, "বাবা সাহেবকে অপমান করেছেন অমিত শাহ । এটা শুধু বাবা সাহেব আম্বেদকরের অপমান নয় । দেশের সংবিধানের হত্যার সমান । ক্ষমা চান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ।"