ETV Bharat / state

বড়দিনে মহানগরে যান নিয়ন্ত্রণ, কোন পথে চলবে আর কোথায় মিলবে না গাড়ি ? - CHRISTMAS DAY

বড়দিনকে কেন্দ্র করে শহরে যাতে কোনও প্রকারের আইনশৃঙ্খলার অবনতি না-হয় তার জন্য তৎপর লালবাজার । বড়দিনে বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে মহানগরকে ৷

Traffic Diversion on Christmas Day
বড়দিনে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করা হবে মহানগরে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

কলকাতা, 23 ডিসেম্বর: বড়দিনে পার্কস্ট্রিট যাবেন বলে ভাবছেন ! তাহলে এখনই জেনে নিন কোন কোন রুটে চলবে বাস থেকে গাড়ি ৷ কারণ, বড়দিনে যান নিয়ন্ত্রণ করতে চলেছে কলকাতা পুলিশ ৷

দুর্গাপুজোর মতো বড়দিনও জাঁকজমকভাবে পালিত হয় কলকাতায় ৷ খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি সারা রাজ্যের মানুষ মেতে ওঠেন এই উৎসবে ৷ সারারাত পার্কস্ট্রিটে কাটে হইহুল্লোড় করে ৷ আর তাই বড়দিন উপলক্ষে ইতিমধ্যে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে পার্কস্ট্রিট চত্বর ৷

Traffic Diversion on Christmas Day
শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলবে লালবাজার (নিজস্ব ছবি)

বড়দিনকে কেন্দ্র করে শহরে যাতে কোনও প্রকারের আইনশৃঙ্খলার অবনতি না-হয় তার জন্য তৎপর লালবাজারও । এমনি পুলিশের পাশাপাশি লালবাজারের ট্রাফিক বিভাগের তরফ থেকেও বড়দিনে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করা হবে মহানগরে ।

কোন পথে বন্ধ থাকবে যান চলাচল ?

লালবাজার সূত্রে খবর, জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্কস্ট্রিট-সহ মিডলটন স্ট্রিটের রাস্তা বড়দিনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে । আগামী 24 ডিসেম্বর বিকেল 4 টে থেকে 25 ডিসেম্বর ভোর 4টে পর্যন্ত । এছাড়াও বড়দিনে বিকেল 4টে থেকে 26 ডিসেম্বর পর্যন্ত সেখানে কোনোরকম যান চলাচল করবে না ওই রাস্তা দিয়ে ৷ পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত একই বিজ্ঞপ্তি জারি থাকবে বলে জানা গিয়েছে ।

কোন কোন রুটে ঘুরপথে চলবে গাড়ি ?

আরও কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে ৷ এছাড়াও বেশ কয়েকটি গাড়ির গতিপথও ঘোরানো হবে । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "মেয়ো রোড ও জওহরলাল রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ কিদওয়াই স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হবে ।"

লালবাজারের তরফে জানা গিয়েছে, জওহরলাল নেহেরু রোডে দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে হয় পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে অথবা মেয়ো রোডে দিকে ঘুরিয়ে দেওয়া হবে । পাশাপাশি ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার গাড়ি অন্যান্য রুট দিয়ে ঘোরানো হবে ।

বড়দিনে বিশেষ নিরাপত্তা মহানগরে

ট্রাফিক বিভাগের পাশাপাশি বড়দিনের রাতে রাস্তায় থাকবেন খোদ কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা । রাতে প্রায় দেড় হাজার পুলিশ কর্মীরা উপস্থিত থাকবেন । গোটা পার্কস্ট্রিট জুড়ে প্রায় সাতটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে । থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, সারমেয় বাহিনী । এছাড়াও বড়দিনের রাতে ও দুপুরে শহরের একাধিক পার্ক এবং রেস্তরাঁর সামনে কর্তব্যরত অবস্থায় থাকবে কলকাতা পুলিশের উইনার্স বাহিনী বা প্রমীলা বাহিনী ।

কলকাতা, 23 ডিসেম্বর: বড়দিনে পার্কস্ট্রিট যাবেন বলে ভাবছেন ! তাহলে এখনই জেনে নিন কোন কোন রুটে চলবে বাস থেকে গাড়ি ৷ কারণ, বড়দিনে যান নিয়ন্ত্রণ করতে চলেছে কলকাতা পুলিশ ৷

দুর্গাপুজোর মতো বড়দিনও জাঁকজমকভাবে পালিত হয় কলকাতায় ৷ খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি সারা রাজ্যের মানুষ মেতে ওঠেন এই উৎসবে ৷ সারারাত পার্কস্ট্রিটে কাটে হইহুল্লোড় করে ৷ আর তাই বড়দিন উপলক্ষে ইতিমধ্যে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে পার্কস্ট্রিট চত্বর ৷

Traffic Diversion on Christmas Day
শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলবে লালবাজার (নিজস্ব ছবি)

বড়দিনকে কেন্দ্র করে শহরে যাতে কোনও প্রকারের আইনশৃঙ্খলার অবনতি না-হয় তার জন্য তৎপর লালবাজারও । এমনি পুলিশের পাশাপাশি লালবাজারের ট্রাফিক বিভাগের তরফ থেকেও বড়দিনে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করা হবে মহানগরে ।

কোন পথে বন্ধ থাকবে যান চলাচল ?

লালবাজার সূত্রে খবর, জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্কস্ট্রিট-সহ মিডলটন স্ট্রিটের রাস্তা বড়দিনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে । আগামী 24 ডিসেম্বর বিকেল 4 টে থেকে 25 ডিসেম্বর ভোর 4টে পর্যন্ত । এছাড়াও বড়দিনে বিকেল 4টে থেকে 26 ডিসেম্বর পর্যন্ত সেখানে কোনোরকম যান চলাচল করবে না ওই রাস্তা দিয়ে ৷ পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত একই বিজ্ঞপ্তি জারি থাকবে বলে জানা গিয়েছে ।

কোন কোন রুটে ঘুরপথে চলবে গাড়ি ?

আরও কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে ৷ এছাড়াও বেশ কয়েকটি গাড়ির গতিপথও ঘোরানো হবে । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "মেয়ো রোড ও জওহরলাল রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ কিদওয়াই স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হবে ।"

লালবাজারের তরফে জানা গিয়েছে, জওহরলাল নেহেরু রোডে দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে হয় পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে অথবা মেয়ো রোডে দিকে ঘুরিয়ে দেওয়া হবে । পাশাপাশি ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার গাড়ি অন্যান্য রুট দিয়ে ঘোরানো হবে ।

বড়দিনে বিশেষ নিরাপত্তা মহানগরে

ট্রাফিক বিভাগের পাশাপাশি বড়দিনের রাতে রাস্তায় থাকবেন খোদ কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা । রাতে প্রায় দেড় হাজার পুলিশ কর্মীরা উপস্থিত থাকবেন । গোটা পার্কস্ট্রিট জুড়ে প্রায় সাতটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে । থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, সারমেয় বাহিনী । এছাড়াও বড়দিনের রাতে ও দুপুরে শহরের একাধিক পার্ক এবং রেস্তরাঁর সামনে কর্তব্যরত অবস্থায় থাকবে কলকাতা পুলিশের উইনার্স বাহিনী বা প্রমীলা বাহিনী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.