রাস্তার ধারে জমছে আবর্জনা, প্রাণ ওষ্ঠাগত পথচারীদের - বর্ধমানে আবর্জনায় রাস্তার চওড়া ক্রম হ্রাসমান
🎬 Watch Now: Feature Video
বর্ধমান শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা সদরঘাট রোড । এই রাস্তা দিয়েই বর্ধমান থেকে হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর সহ অন্যান্য জেলায় গাড়ি চলাচল করে । সেই রাস্তার ধারেই ফেলা হচ্ছে নোংরা আবর্জনা । দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত পথচারীদের । সংকীর্ণ হচ্ছে রাস্তা, বাড়ছে বিপদের সম্ভাবনা । ইটিভি ভারতের সেই সমস্যার কথা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ।