বৃষ্টিতে কর্দমাক্ত রাস্তা, ঢোকে না অ্যাম্বুলেন্সও ; বিপাকে কুমারগঞ্জের বাসিন্দারা - road problem
🎬 Watch Now: Feature Video
যাতায়াতের একমাত্র রাস্তা মাটির । বৃষ্টি পড়লেই কাদা হয়ে যায় । কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স পর্যস্ত ঢোকে না এলাকায় । দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের জ়াকিরপুর গ্রাম পঞ্চায়েতের সর্দারহাট থেকে হরিপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তার অবস্থা এমনই । গ্রামবাসীদের অভিযোগ, বার বার প্রশাসনকে জানালেও মেলেনি কোনও ফল । প্রতিবারই ভোটের আগে আশ্বাস মেলে কিন্তু রাস্তার উন্নতি আর হয় না । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কুমারগঞ্জ ব্লক প্রশাসন । দেখুন ভিডিয়ো...