154 ঘণ্টা পর শেষ হল দুর্গাপুর ব্যারেজের গেট সারাইয়ের কাজ

🎬 Watch Now: Feature Video

thumbnail
দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট বিপর্যয়ের ঘটনার পর 154 ঘণ্টা অতিবাহিত হয়েছে । সদ্য শেষ হয়েছে 31 নম্বর লকগেট সারাইয়ের কাজ । রাজ্য সেচ দপ্তর, দুর্গাপুর ইস্পাত কারখানা-সহ বহু সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই লকগেট সারাইয়ের কাজে । তবে বালির বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজেই সবচেয়ে বেশি বিলম্ব হয়েছে বলে অভিযোগ । অন্যদিকে, মাইথন জলাধার থেকে আজ বেলা 12 টা নাগাদ জল ছাড়া হয়েছে । বর্তমানে 31 নম্বর লকগেট সিল করে দেওয়া হয়েছে ৷ সেখানে বসানো হবে একটি ফ্লোটিং গেট । অন্যদিকে, দুর্গাপুর পৌরনিগমের পক্ষ থেকে 4 নম্বর বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, আগামীকাল সকাল থেকে জল দেওয়া যাবে দুর্গাপুরবাসীকে ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.