ETV Bharat / bharat

প্রতিদিন গড়ে 109 মামলার নিষ্পত্তি ! নয়া রেকর্ড হায়দরাবাদের বিচারপতির

এখনও পর্যন্ত 91,157টি মামলার নিষ্পত্তি করেছেন তিনি ৷ দেশের বিচার ব্যবস্থায় নতুন রেকর্ড গড়েছেন বিচারপতি অমরনাথ গৌড় ৷ নাম তুলেছেন ‘ওয়ান্ডার বুক অফ রেকর্ডসে’ও ৷

Justice Amarnath Goud Enters Wonder Book of Records
রেকর্ড বইয়ে নাম তুললেন হায়দরবাদের বিচারপতি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

হায়দরাবাদ, 17 নভেম্বর: ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অমরনাথ গৌড় ৷ দেশের প্রায় প্রতিটি আদালতে যেখানে মামলার নিষ্পত্তি হতে বছর ঘুরে যায়, বিচারপতি অমরনাথ গৌড় সেখানে ব্যতিক্রম ৷ হায়দরাবাদের বিচারপতি সবচেয়ে বেশি মামলার নিষ্পত্তি করে নতুন ইতিহাস রচনা করেছেন । 2017 সাল থেকে 91,157টি মামলার সমাধান করেছেন তিনি ৷ এই কৃতিত্বের জন্য ওয়ান্ডার বুক অফ রেকর্ডসে নাম উঠেছে তাঁর।

তাঁর এই বিরল কৃতিত্বকে সম্মান জানাতে, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব ভার্মা শনিবার হায়দরাবাদের রাজভবনে এক অনুষ্ঠানে বিচারপতি গৌড়ের হাতে ‘ওয়ান্ডার বুক অফ রেকর্ডস ইন্টারন্যাশনাল সার্টিফিকেট’ তুলে দেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান্ডার বুক অফ রেকর্ডসের ইন্ডিয়া কো-অর্ডিনেটর বিঙ্গি নরেন্দ্র গৌড় এবং লায়ন বিজয়লক্ষ্মী ।

Justice Amarnath Goud Enters Wonder Book of Records
তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব ভার্মা ও বিচারপতি অমরনাথ গৌড় (ইটিভি ভারত)

2017 সালে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের যৌথ হাইকোর্টে বিচারপতি হিসাবে কর্মজীবন শুরু করেন অমরনাথ গৌড় । সে সময় থেকেই প্রতিদিন গড়ে 109টি মামলার সমাধান করছেন তিনি ৷ ফলে বিচারপতি গৌড়ের খ্যাতি এবং তাঁর প্রতি মানুষের আস্থা, দুই’ই দ্রুত বাড়ছিল । 2021 সালের অক্টোবরে তিনি ত্রিপুরা হাইকোর্টে যোগ দেন ৷ সেখানেও সমান নিষ্ঠায় কাজ চালিয়ে যান তিনি । 2022 সালের নভেম্বর থেকে 2023 সালের এপ্রিল পর্যন্ত ত্রিপুরার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে তিনি ত্রিপুরায় 60 শতাংশ মামলার নিষ্পত্তি করেছেন ৷ তেলেঙ্গানায় সমাধান করেছেন 40 শতাংশ মামলা ৷

ওয়ান্ডার বুক অফ রেকর্ড ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘এটি বিচারপতি অমরনাথ গৌড়ের অসাধারণ কৃতিত্বের একটি প্রমাণ । আমরা 2017 থেকে 2024 সাল পর্যন্ত হায়দরাবাদ এবং ত্রিপুরা হাইকোর্টে 91,157টি পৃথক মামলার নিষ্পত্তির ক্ষেত্রে তাঁর কৃতিত্বকে স্বীকৃতি দিলাম ৷ প্রতিদিন গড়ে 109টি মামলার সমাধান করেছেন তিনি । আইন ও আদালতের প্রতি সাধারণ মানুষের ভরসা বজায় রাখার ক্ষেত্রে তাঁর এই অসামান্য কৃতিত্ব গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে থেকে যাবে ৷”

আরও পড়ুন

হায়দরাবাদ, 17 নভেম্বর: ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অমরনাথ গৌড় ৷ দেশের প্রায় প্রতিটি আদালতে যেখানে মামলার নিষ্পত্তি হতে বছর ঘুরে যায়, বিচারপতি অমরনাথ গৌড় সেখানে ব্যতিক্রম ৷ হায়দরাবাদের বিচারপতি সবচেয়ে বেশি মামলার নিষ্পত্তি করে নতুন ইতিহাস রচনা করেছেন । 2017 সাল থেকে 91,157টি মামলার সমাধান করেছেন তিনি ৷ এই কৃতিত্বের জন্য ওয়ান্ডার বুক অফ রেকর্ডসে নাম উঠেছে তাঁর।

তাঁর এই বিরল কৃতিত্বকে সম্মান জানাতে, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব ভার্মা শনিবার হায়দরাবাদের রাজভবনে এক অনুষ্ঠানে বিচারপতি গৌড়ের হাতে ‘ওয়ান্ডার বুক অফ রেকর্ডস ইন্টারন্যাশনাল সার্টিফিকেট’ তুলে দেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান্ডার বুক অফ রেকর্ডসের ইন্ডিয়া কো-অর্ডিনেটর বিঙ্গি নরেন্দ্র গৌড় এবং লায়ন বিজয়লক্ষ্মী ।

Justice Amarnath Goud Enters Wonder Book of Records
তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব ভার্মা ও বিচারপতি অমরনাথ গৌড় (ইটিভি ভারত)

2017 সালে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের যৌথ হাইকোর্টে বিচারপতি হিসাবে কর্মজীবন শুরু করেন অমরনাথ গৌড় । সে সময় থেকেই প্রতিদিন গড়ে 109টি মামলার সমাধান করছেন তিনি ৷ ফলে বিচারপতি গৌড়ের খ্যাতি এবং তাঁর প্রতি মানুষের আস্থা, দুই’ই দ্রুত বাড়ছিল । 2021 সালের অক্টোবরে তিনি ত্রিপুরা হাইকোর্টে যোগ দেন ৷ সেখানেও সমান নিষ্ঠায় কাজ চালিয়ে যান তিনি । 2022 সালের নভেম্বর থেকে 2023 সালের এপ্রিল পর্যন্ত ত্রিপুরার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে তিনি ত্রিপুরায় 60 শতাংশ মামলার নিষ্পত্তি করেছেন ৷ তেলেঙ্গানায় সমাধান করেছেন 40 শতাংশ মামলা ৷

ওয়ান্ডার বুক অফ রেকর্ড ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘এটি বিচারপতি অমরনাথ গৌড়ের অসাধারণ কৃতিত্বের একটি প্রমাণ । আমরা 2017 থেকে 2024 সাল পর্যন্ত হায়দরাবাদ এবং ত্রিপুরা হাইকোর্টে 91,157টি পৃথক মামলার নিষ্পত্তির ক্ষেত্রে তাঁর কৃতিত্বকে স্বীকৃতি দিলাম ৷ প্রতিদিন গড়ে 109টি মামলার সমাধান করেছেন তিনি । আইন ও আদালতের প্রতি সাধারণ মানুষের ভরসা বজায় রাখার ক্ষেত্রে তাঁর এই অসামান্য কৃতিত্ব গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে থেকে যাবে ৷”

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.