ETV Bharat / bharat

রোগীর দেহ থেকে উধাও একটি চোখ, বিছানায় পড়ে ব্লেড ! চাঞ্চল্য বিহারের হাসপাতালে - NALANDA MEDICAL INCIDENT

রোগীর দেহ থেকে গায়েব হয়ে গেল একটা চোখ ৷ বিছানায় রাখা রয়েছে ধারালো ব্লেড । বিহারের হাসপাতালের ঘটনায় বিক্ষোভ মৃতের আত্মীয়দের ৷

Eyeball Vanishes from Body
মৃত্যুর পর গায়েব চোখ ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 12:25 PM IST

পটনা, 17 নভেম্বর: চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ৷ মৃতদেহ নিতে এসে বিক্ষোভে ফেটে পড়লেন আত্মীয়-পরিজনরা ৷ মৃত্যু নিয়ে নয়, রোগীর মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি নিয়েই বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ তাঁদের অভিযোগ, রোগীর দেহ থেকে তাঁর বাঁ-চোখ গায়েব হয়ে গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ হাসপাতাল কর্তৃপক্ষও প্রশাসনও মৃত্যুর পর চোখ উধাও হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

বিছানায় ধারালো ব্লেড উদ্ধার: মৃত ব্যক্তি নালন্দার চিকসাউড়া থানার হুরারি গ্রামের বাসিন্দা ৷ বছর 25-এর ওই ব্যক্তির নাম ফান্টুস । পরিবার সূত্রে খবর, কোনও অজ্ঞাত কারণে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে । তাঁকে চিকিৎসার জন্য নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । 36 ঘণ্টা চিকিৎসা চলার পর তাঁর মৃত্যু হয় । পরিবারের লোকজন দেহ নিতে এসে দেখেন তাঁর একটি চোখ নেই ৷ বিছানায় রাখা রয়েছে ধারালো ব্লেড ।

মৃতের এক আত্মীয় বলেন, ‘‘হাসপাতালে যাবতীয় ওষুধ, রক্ত ​​ও প্রয়োজনীয় জিনিসপত্র যথাসময়ে দেওয়া হয়েছিল । তা সত্ত্বেও চিকিৎসার গাফিলতিতে মারা যান । তাঁর এক চোখও চলে গিয়েছে । কেউ তা কেটে নিয়েছে ৷ বিছানায় একটি ব্লেডও পাওয়া গিয়েছে । তদন্তের দাবি জানাচ্ছি ।’’

হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ বিনোদ কুমার সিং জানান, এই ঘটনায় বিশেষ মেডিক্যাল টিম তদন্ত করবে ৷ পুলিশের একাধিক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ মৃত রোগীর চোখ কীভাবে হারিয়ে গেল, তা খতিয়ে দেখছে চার সদস্যের একটি দল । পাশাপাশি তিনি জানিয়েছেন, নিহতের চোখ কেটে বের করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পরই জানা যাবে ।

আরও পড়ুন

পটনা, 17 নভেম্বর: চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ৷ মৃতদেহ নিতে এসে বিক্ষোভে ফেটে পড়লেন আত্মীয়-পরিজনরা ৷ মৃত্যু নিয়ে নয়, রোগীর মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি নিয়েই বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ তাঁদের অভিযোগ, রোগীর দেহ থেকে তাঁর বাঁ-চোখ গায়েব হয়ে গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ হাসপাতাল কর্তৃপক্ষও প্রশাসনও মৃত্যুর পর চোখ উধাও হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

বিছানায় ধারালো ব্লেড উদ্ধার: মৃত ব্যক্তি নালন্দার চিকসাউড়া থানার হুরারি গ্রামের বাসিন্দা ৷ বছর 25-এর ওই ব্যক্তির নাম ফান্টুস । পরিবার সূত্রে খবর, কোনও অজ্ঞাত কারণে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে । তাঁকে চিকিৎসার জন্য নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । 36 ঘণ্টা চিকিৎসা চলার পর তাঁর মৃত্যু হয় । পরিবারের লোকজন দেহ নিতে এসে দেখেন তাঁর একটি চোখ নেই ৷ বিছানায় রাখা রয়েছে ধারালো ব্লেড ।

মৃতের এক আত্মীয় বলেন, ‘‘হাসপাতালে যাবতীয় ওষুধ, রক্ত ​​ও প্রয়োজনীয় জিনিসপত্র যথাসময়ে দেওয়া হয়েছিল । তা সত্ত্বেও চিকিৎসার গাফিলতিতে মারা যান । তাঁর এক চোখও চলে গিয়েছে । কেউ তা কেটে নিয়েছে ৷ বিছানায় একটি ব্লেডও পাওয়া গিয়েছে । তদন্তের দাবি জানাচ্ছি ।’’

হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ বিনোদ কুমার সিং জানান, এই ঘটনায় বিশেষ মেডিক্যাল টিম তদন্ত করবে ৷ পুলিশের একাধিক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ মৃত রোগীর চোখ কীভাবে হারিয়ে গেল, তা খতিয়ে দেখছে চার সদস্যের একটি দল । পাশাপাশি তিনি জানিয়েছেন, নিহতের চোখ কেটে বের করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পরই জানা যাবে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.