কাঁথি, 17 নভেম্বর: আন্তরাজ্য মাদক পাচারে পুলিশি ধরপাকড় এড়াতে সরকারি বাসকে হাতিয়ার করেও শেষ রক্ষা হল না ৷ অবশেষে 200 কেজি গাঁজা নিয়ে পুলিশের হাতে গ্রেফতার 3 মহিলা-সহ 11 জন পাচারকারী। শনিবার রাতে দিঘা থেকে কলকাতা সরকারি বাসে করে গাঁজা পাচারের সময় মাদক পাচারকারীদের গ্রেফতার করেছে পুলিশ ৷
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি বাইপাসের উপর তল্লাশি অভিযান চালায় পুলিশ ৷ সেই সময়, দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে একটি সরকারি বাস থামিয়ে প্রায় 200 কেজি গাঁজা উদ্ধার হয় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এই প্রথম নয় ৷ এর আগেও ওড়িশা থেকে কলকাতা-সহ বাংলার বিভিন্ন জেলায় গাঁজা পাচার করেছে এই পাচারকারীরা । তবে বেশ কয়েকবার গাঁজা পাচারকারীদের ধরেও ফেলেছে পুলিশ ৷ তাই আইনের চোখে ধুলো দিতে এবার পাচারের জন্য সরকারি বাস বেছে নিয়েছিল পাচারকারীরা । কিন্তু, তাতেও শেষ রক্ষা হয়নি ৷
এদিন রাতে কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাসের নেতৃত্বে বাইপাসের উপর অভিযান চালান পুলিশ কর্মীরা ৷ সরকারি বাসটিকে থামিয়ে প্রতিটি যাত্রীকে বাস থেকে নামিয়ে তল্লাশি চালানো হয় ৷ সেই সময় কয়েকজনের ব্যাগ খুলতেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ ৷ এরপর 3 মহিলা-সহ 11 জনকে গ্রেফতার করে পুলিশ ৷
কাঁথি মহাকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে আমরা কাঁথি বাইপাসে সরকারি বাস থামিয়ে তল্লাশি চালাই ৷ সেই সময় মাদক পাচারকারীরা ধরা পড়ে । এদের ব্যাগ চেক করে 200 কেজিরও বেশি গাঁজা পাওয়া গিয়েছে ৷ 8 জন পুরুষ-সহ 3 মহিলাকে গ্রেফতার করা হয়েছে । তবে আমাদের ধারণা পাচারকারীদের সঙ্গে আরও বেশ কয়েকটি দল যুক্ত রয়েছে । তাদেরকে ধরার জন্য চেষ্টা চালানো হচ্ছে । তবে এরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে । কখন প্রাইভেট গাড়িতে, কখনও আবার সরকারি বাসে । মহিলাদের মোটা টাকার লোভ দেখিয়ে পাচারকাজে ব্যবহার করা হচ্ছে । গাঁজা ছাড়া অন্য কোনও মাদক প্রচারের সঙ্গে এরা যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।"